বিচারক লোয়ার মৃত্যুরহস্য মামলার বিচারে ৩ সদস্যের বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট
গত ১২ জানুয়ারি বিচারপতি জে চেমালেশ্বর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আরও তিন বিচারপতি কুরিুয়ান জোসেফ, রঞ্জন গগৈ ও মদন লকুর প্রধান বিচারপতি দীপর মিশ্রর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদন : বিচারক বিএইচ লোয়ার মৃত্যু রহস্যের জট খুলতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার থেকে সেই বেঞ্চে মামলার শুনানি হবে। শনিবার এই মামলার শুনানিপর্বে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হল।
আরও পড়ুন- নজিরবিহীন! 'সুপ্রিম বিচারের নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিচারপতিরা
গত ১২ জানুয়ারি বিচারপতি জে চেমালেশ্বর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আরও তিন বিচারপতি কুরিুয়ান জোসেফ, রঞ্জন গগৈ ও মদন লকুর প্রধান বিচারপতি দীপর মিশ্রর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। দেশের বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। প্রশ্ন তোলেন বিচারক লোয়ার মৃত্যুরহস্য সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও। তাঁদের অভিযোগ, মামলা বণ্টনে নিরপেক্ষ নন প্রধান বিচারপতি।
এবার তাদের বক্তব্যকে গুরুত্ব দিয়েই তিন সদস্যের বেঞ্চ মামলার বিচারের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।