আজ দিল্লির আদালতে টুজি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার জামিনের আবেদনের রায় ঘোষণা হতে পারে। টুজি কেলেঙ্কারির জেরে গত বছরের ২ ফেব্রুয়ারি গ্রেফতার হন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা। চলতি মাসের ৯ তারিখে টুজি কেলেঙ্কারির অন্যতম প্রধান অভিযুক্ত, প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরার জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের এই রায়ের পরই দিল্লির বিশেষ সিবিআই আদালতে জামিনের জন্য আবেদন জানান স্পেকট্রাম কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত আন্দিমুথু রাজা। জামিনের আবেদনে নিজেকে নির্দোষ বলেও দাবি করে এ রাজা বলেন, টুজি কাণ্ডে অভিযুক্ত বাকি ১৩ জন ইতিমধ্যেই জামিন পাওয়ায় তাঁর ক্ষেত্রেও একই নির্দেশ দিক আদালত। টুজি মামলার চার্জশিট ও বিভিন্ন নথি ইতিমধ্যেই আদালতে জমা পড়ায় জেলের বাইরে এলেও প্রাক্তন টেলিকম মন্ত্রীর পক্ষে তাতে কোনও রদবদল করা সম্ভব নয় বলে দাবি করেন রাজার আইনজীবীরা।
শুধু সিদ্ধার্থ বেহুরাকে জামিন দেওয়াই নয়, বিচারপতি জি এস সিংভি এবং বিচারপতি কে এস রাধাকৃষ্ণনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ গত ৯ মে এ রাজার প্রাক্তন ব্যক্তিগত সচিব আর কে চান্দোলিয়াকে জামিন দেওয়ার সিবিআই আদালতের সিদ্ধান্তও অনুমোদন করে। প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর চান্দোলিয়ার জামিন মঞ্জুর করেন দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারক ও পি সাইনি। সে দিন বিকেলেই তিহার জেল থেকে মুক্তি পান চান্দোলিয়া। পরের দিন সিবিআই আদালতের এই সিদ্ধান্ত নাকচ করে দিল্লি হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আর কে চান্দোলিয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত দিল্লি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে।

গত ১১ মে এ রাজার জামিনের আবেদনের শুনানির সময় স্পেকট্রাম দুর্নীতির তদন্তকারী সিবিআই-এর তরফে রাজার জামিনের বিরোধিতা করা হয়। সিবিআই-এর অভিযোগ, নিয়ম বহির্ভূত ভাবে স্পেকট্রাম বণ্টন করে মরিশাসের একটি সংস্থার মাধ্যমে ঘুরপথে ২০০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন এ রাজা। এর আগে গত ২২ অক্টোবর স্পেকট্রাম কাণ্ডে এ রাজা, সিদ্ধার্থ বেহুরা, আর কে চান্দোলিয়া, ডিএমকে সাংসদ কানিমোড়ি-সহ ১৪ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, প্রতারণা এবং ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। টুজি কেলেঙ্কারিতে জড়িত ৩ টি টেলিকমসংস্থা রিলায়েন্স টেলিকম, সোয়ান টেলিকম ও ইউনিটেক ওয়ারলেসের বিরুদ্ধেও চার্জ গঠন করতে নির্দেশ দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক ও পি সাইনি।

English Title: 
2G case: A Raja`s to get bail today?
Home Title: 

রাজার জামিন-আবেদনের রায় ঘোষণা হতে পারে আজ

No
5606
Is Blog?: 
No
Section: