যমুনা এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত ২৯
এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রীদেরও উদ্ধারের কাজ চলছে।
নিজস্ব প্রতিবেদন: লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় ১৫ ফুট গভীর নালায় পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডা থেকে আগ্রা সংযোগকারী ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়েতে।
উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে স্লিপার কোচের একটি যাত্রীবোঝাই বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এটি ১৫ ফুট গভীরে পড়ে যায়। এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রীদেরও উদ্ধারের কাজ চলছে।’
One Sleeper Coach passenger bus travelling from Lucknow to Delhi met with an accident on Yamuna Expressway. It fell into the side fall about 15 feet deep.
20 passengers rescued so far. Efforts are on for the rest.
IG Agra
— UP POLICE (@Uppolice) July 8, 2019
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার উল্টে দুর্ঘটনা, মাঝসমুদ্রে নিখোঁজ ২৭ জন মৎসজীবী
UP CM Yogi Adityanath has taken cognizance of the accident of Awadh Depot Bus of UP Roadways in Agra on the Yamuna Expressway. He has expressed his grief and condolences at the death of the passengers and directed DM SSP to provide all possible medical attention to the injured. pic.twitter.com/dqjsxGxam4
— ANI UP (@ANINewsUP) July 8, 2019
এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য নীকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও আহত ব্যক্তিদের পরিবার-পরিজনদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।