আন্দামান নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২, জীবিত উদ্ধার ২৯

আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছে যাত্রীবোঝাই নৌকা উল্টে মৃতের সংখ্যা বেড়ে হল ২২। ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই পর্যটক।

Updated By: Jan 27, 2014, 11:40 PM IST

আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছে যাত্রীবোঝাই নৌকা উল্টে মৃতের সংখ্যা বেড়ে হল ২২। ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই পর্যটক।

রবিবার বিকেল চারটে নাগাদ পোর্ট ব্লেয়ারের মেরিনা পার্ক থেকে ভাইপার দ্বীপে যাচ্ছিল যাত্রীবোঝাই অ্যাকুয়া মেরিন নৌকাটি। রস আইল্যান্ড আর নর্থ বে-র মাঝে টাল সামলাতে না পেরে আচমকাই সেটি উল্টে যায়। অভিযোগ, অতিরিক্ত যাত্রী নেওয়াতেই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অনেকের আবার দাবি, নৌকা ডোবার আগে বিস্ফোরণের আওয়াজ শুনেছেন তাঁরা। আহতরা ভর্তি জিবি পান্ত হাসপাতাসে। নিখোঁজদের সন্ধানে তল্লাসি চলছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বাকি যাত্রীদের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে, ঘটনায় মৃতদের পরিবারকে ১লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন উপ রাজ্যপাল। এমনকি, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার। নাম্বারগুলি হল ১০৭০ এবং ০৩১৯২-২৪০১৩৭, ২৩০১৭৮, ২৩৮৮৮১। হাসপাতালের হেল্পলাইন নাম্বারগুলি হল ০৩১৯২২৩০৬২৯, ০৯৯৩৩২৭৪০৯২, ১০২।

The administration has announced the following helpline numbers:--

Local toll-free number: 1070

Other helpline numbers: 03192-240127, 230178, 238881

.