প্রথম দফায় ১২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, এগিয়ে কংগ্রেস, তার পরেই বিজেপি

ভাবি জনপ্রতিনিধিরা কী অভিযোগ অভিযুক্ত? খুন, অপহরণ, শ্লীলতাহানির মতো বিস্তর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। রিপোর্ট বলছে, ১২৬৬ জনের ১২ শতাংশ প্রার্থীর কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে কেউ বা নিম্ন আদালতে দোষী সাব্যস্ত

Updated By: Apr 6, 2019, 12:47 PM IST
প্রথম দফায় ১২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, এগিয়ে কংগ্রেস, তার পরেই বিজেপি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ হবে দেশের ৯১টি কেন্দ্রে। ইতিমধ্যে ওই সব কেন্দ্রের প্রার্থীরা হলফনামা দিয়ে নিজেদের ‘জীবনপঞ্জি’ পেশ করেছেন নির্বাচন কমিশনের কাছে। প্রথম দফায় লড়ছেন ১২৭৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১২৬৬ জন প্রার্থীর হলফনামার তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। তাদের ওই রিপোর্টে জানা গিয়েছে, প্রথম দফার প্রার্থীদের মধ্যে ২১৩ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।

ভাবি জনপ্রতিনিধিরা কী অভিযোগ অভিযুক্ত? খুন, অপহরণ, শ্লীলতাহানির মতো বিস্তর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। রিপোর্ট বলছে, ১২৬৬ জনের ১২ শতাংশ প্রার্থীর কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে কেউ বা নিম্ন আদালতে দোষী সাব্যস্ত। ১০ জন প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রয়েছে। ২৫ জনের বিরুদ্ধে খুনের প্রচেষ্টা, ৪ জনের বিরুদ্ধে অপহরণ, ১৬ জনের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত অপরাধ এবং ১২ জনের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- কেরলে ইতিহাস গড়ে ফেললেন রাহুল গান্ধীর কেন্দ্রের এই উপজাতি তরুণী

উল্লেখ্য, প্রথম দফায় ৩৭টি কেন্দ্রে লাল সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাত্, ৩ বা তার বেশি অপরাধমূলক মামলা চলছে এমন প্রার্থীদের কেন্দ্রগুলিকে অতিস্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। রিপোর্ট সূত্রে খবর, অপরাধের তালিকায় প্রথম স্থানে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের ৮৩ প্রার্থীর মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি, বিজেপির ৮৩ জনের মধ্যে ৩০, বিএসপির ৩২-এ ৮ জন, ওয়াইএসআরসিপি ২৫-এ ১৩, টিডিপি-র ২৫-এ ৪ এবং টিআরএস-র ১৭-এ ৫ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। 

.