কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের প্রাপ্তি এগুলোই

৯২ বছরের প্রথা ভেঙে স্বাধীনোত্তর ভারতে প্রথমবার একই দিনে একই সঙ্গে পেশ হল আর্থিক ও রেল বাজেট। ব্রিটিশ শাসিত ভারতে ১৯২৪ সালে রাজনীতিবিদ উইলিয়াম অকওয়ার্থের সুপারিশেই প্রথম আলাদা ভাবে পেশ হয়েছিল রেল বাজেট। তারপর থেকেই একটানা নয় দশকেরও বেশি সময় সেই রেওয়াজই চলে। বর্তমান অর্থমন্ত্রী সেই প্রথা ভেঙে একই দিনে পেশ করলেন আর্থিক ও রেল বাজেট। সংসদে এমন ছবিও দেখা গিয়েছে, যেখানে অর্থমন্ত্রী রেল বাজেট পেশ করেছেন আর নোট নিচ্ছেন খোদ রেলমন্ত্রী সুরেশ প্রভু। এই ছক ভাঙা বাজেটে কী পেল ভারতীয় রেল? 

Updated By: Feb 2, 2017, 10:21 AM IST
কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের প্রাপ্তি এগুলোই

ওয়েব ডেস্ক: ৯২ বছরের প্রথা ভেঙে স্বাধীনোত্তর ভারতে প্রথমবার একই দিনে একই সঙ্গে পেশ হল আর্থিক ও রেল বাজেট। ব্রিটিশ শাসিত ভারতে ১৯২৪ সালে রাজনীতিবিদ উইলিয়াম অকওয়ার্থের সুপারিশেই প্রথম আলাদা ভাবে পেশ হয়েছিল রেল বাজেট। তারপর থেকেই একটানা নয় দশকেরও বেশি সময় সেই রেওয়াজই চলে। বর্তমান অর্থমন্ত্রী সেই প্রথা ভেঙে একই দিনে পেশ করলেন আর্থিক ও রেল বাজেট। সংসদে এমন ছবিও দেখা গিয়েছে, যেখানে অর্থমন্ত্রী রেল বাজেট পেশ করেছেন আর নোট নিচ্ছেন খোদ রেলমন্ত্রী সুরেশ প্রভু। এই ছক ভাঙা বাজেটে কী পেল ভারতীয় রেল? 

দেখে নেওয়া যাক- 

পাঁচ বছরের জন্য ১ লক্ষ কোটি টাকার সুরক্ষা তহবিল।

কেন্দ্রীয় বাজেট থেকে ভারতীয় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা।

দেশের ৯টি রাজ্যে মোট ৭০টি যৌথ প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে এই কেন্দ্রীয় বাজেটে। 

২০১৭-১৮ আর্থিক বছরের মধ্যেই নতুন ৩৭০০ কিলোমিটার রেলপথ নির্মাণ। 

ভিশন টি-টোয়েন্টি: ভারতের কোনও লেভেল ক্রসিংই রক্ষীবিহীন থাকবে না।

রেলে আসছে নতুন পরিষেবা, সিঙ্গল উইন্ডো সিস্টেম। 

পর্যটকদের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা। 

৫০০ স্টেশনে বসানো হবে লিফট এবং এসকালেটর। 

আইআরসিটিসি-র টিকিটে আর দিতে হবে না সার্ভিস চার্জ। 

২০১৯ সালের মধ্যেই সব ট্রেনে বসবে বায়ো টয়লেট। 

 

.