অমৃতসরে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার তরুণী

অমৃতসরের চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন বছর কুড়ির এক তরুণী। অভিযোগ আজ ভোরে ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে চারজন।

Updated By: Mar 26, 2013, 11:38 AM IST

অমৃতসরের চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন বছর কুড়ির এক তরুণী। অভিযোগ আজ ভোরে ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে চারজন।
সূত্রে খবর, কাজ শেষে আজ ভোররাতে বাড়ি ফেরার সময় একটি বাস স্টপের সামনে থেকে জোর করে মেয়েটিকে গাড়িতে তোলে দু`জন। কিছুটা এগিয়ে আরও দু`জন গাড়িটিতে ওঠে। এই সময়ই মেয়েটিকে ধর্ষণ করে চারজন। গাড়িতে উচ্চগ্রামে গানচালিয়ে এই অবস্থাতেই তারা শহরে ঘুরে বেড়ায়।
পুলিসকে দেওয়া মেয়েটির বয়ান অনুযায়ী শহরের ক্যানটনমেন্ট অঞ্চলে এরপর মেয়েটিকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্ত চারজন।
মেয়েটিকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিস দাবি করেছে অভিযুক্তদের মধ্যে দু`জনকে ইতিমধ্যেই তারা চিহ্নিত করে ফেলেছে। দ্রুত তাদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিস।

.