হায়দরাবাদে ট্রেনের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে প্রাণ হারাল ২০জন শিশু

হায়দরাবাদের মেদাক জেলায় রক্ষী বিহীন রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে বৃহস্পতিবার প্রাণ হারাল অন্তত ২০টি শিশু।

Updated By: Jul 24, 2014, 11:55 AM IST
 হায়দরাবাদে ট্রেনের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে প্রাণ হারাল ২০জন শিশু

হায়দরাবাদ: হায়দরাবাদের মেদাক জেলায় রক্ষী বিহীন রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে বৃহস্পতিবার প্রাণ হারাল অন্তত ২০টি শিশু।

মাসায়পেটায় রেল ক্রসিংয়ে কোনও বাধা না পেয়ে স্কুল বাসটির ড্রাইভার ট্রেন লাইনে ঢুকে পড়ে। সেই সময় ওই লাইনদিয়ে নান্দেদ প্যাসেঞ্জার ট্রেনটি যাচ্ছিল। ট্রেনটি বাসটি ধাক্কা মারে ও ২০০ মিটার হিঁচরে নিয়ে যায়।

ট্রেন লাইনে নিহত শিশুদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পড়ে রয়েছে দোমড়ানো বাসটি। আহত শিশুদের নিকটবর্তী কোমপাল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিতে কাকাটিয়া স্কুলের মোট ৪০জন শিশু ছিল। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাঁর মন্ত্রিসভার মন্ত্রীরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য পর্যবেক্ষণ করছেন।  

 

.