Jammu and Kashmir Encounter: শ্রীনগরে এনকাউন্টার, নিকেশ ২ LeT/TRF জঙ্গি

 কাশ্মীর জোন পুলিস একটি টুইটে এই খবর জানিয়েছে

Updated By: Feb 5, 2022, 09:02 AM IST
Jammu and Kashmir Encounter: শ্রীনগরে এনকাউন্টার, নিকেশ ২ LeT/TRF জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: লস্কর-ই-তৈয়বা (LeT) এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এর অন্তত দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে এক এনকাউন্টারে। শ্রীনগর শহরের (Srinagar City) জাকুরা (Zakura) এলাকায় শ্রীনগর পুলিসের একটি এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাদের। কাশ্মীর জোন পুলিস একটি টুইটে এই খবর জানিয়েছে।

 

কাশ্মীর জোন পুলিস জানিয়েছে, ইখলাক হাজাম (Ikhlaq Hajam) শনিবারের এনকাউনটারে নিহত হয়েছেন। তিনি অনন্তনাগের (Anantnag) হাসানপোরার (Hassanpora) এইচসি আলি মহম্মদের (HC Ali Mohd) হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন: Uttarakhand Assembly Polls 2022: শনিবার উত্তরাখন্ডে রাহুল গান্ধী, যোগ দেবেন দুটি ভারচুয়াল সভায়

সন্ত্রাসবাদীদের কাছ থেকে দুটি পিস্তলসহ বিভিন্ন আপত্তিকর উপাদান পাওয়া গেছে।

টুইটে জানানো হয়েছে, "সন্ত্রাসবাদী সংগঠন এলইটি/টিআরএফ-এর সন্ত্রাসবাদীদের শ্রীনগর পুলিসের হাতে মৃত্যু হয়েছে। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজন ইখলাক হাজাম হাসানপোরা অনন্তনাগে এইচসি আলী মোহাম্মদের সাম্প্রতিক হত্যাকাণ্ডে জড়িত ছিল। দুটি পিস্তল সহ অপরাধমূলক উপকরণ উদ্ধার: আইজিপি কাশ্মীর।"

শনিবার ভোরে শ্রীনগর শহরের জাকুরা এলাকায় এই সংঘর্ষ শুরু হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.