Pulwama Encounter:কাশ্মীরে সেনা অভিযান, পুলওয়ামায় খতম ২ জঙ্গি

গোয়েন্দাদের তত্‍পরতায় মিলল সাফল্য।

Updated By: Jul 31, 2021, 11:21 AM IST
Pulwama Encounter:কাশ্মীরে  সেনা অভিযান, পুলওয়ামায় খতম ২ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র ৮ দিনের। বারামুলার পর এবার পুলওয়ামা। কাশ্মীরে জঙ্গির বিরুদ্ধে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি।

জানা গিয়েছে, শুক্রবার রাতেই পুলওয়ামার দাচিগাম জঙ্গলের নামিবিয়ান ও মারসার এলাকায় জঙ্গিদের জেরার খোঁজ পান গোয়েন্দারা। আর দেরি নয়, তড়িঘড়ি অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেন জওয়ানরা। তখন ভোররাত। এদিন জঙ্গলে জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে সেনাবাহিনী। বিপদ বুঝে জঙ্গিরা পালানোর চেষ্টা করেছিল, তবে লাভ হয়নি। দু'পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। খতম হয় ২ জঙ্গি। আপাতত এলাকায় অভিযান চলছে জোরকদমে।

 

এর আগে গোপন খবর পেয়ে একই কায়দায় কাশ্মীরের বারামূলা জেলার সোপোরের একটি গ্রামেও অভিযান চালায় সেনা ও পুলিস। আচমকাই জওয়ানদের লক্ষ্য গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। সেবারও মৃত্যু হয়েছিল ২ জঙ্গির।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.