দিল্লিতে ১৫০ বছরের পুরনো বহুতল ভেঙে হত ২

দিল্লিতে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরানো বহুতল। ঘটনায় জখম হয়েছেন দুই ব্যক্তি। আজ সকাল সাতটা নাগাদ উত্তর দিল্লির হিন্দু রাও এলাকায় হঠাত্‍ ভেঙে তিন তলা বহুতলটি।

Updated By: Oct 9, 2013, 10:12 AM IST

বাণিজ্যনগরীর পর এ বার রাজধানী। বহুতল ভেঙে পড়ার ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা ফের ঘটল। বুধবার সকালে দিল্লিতে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরানো বহুতল। ঘটনায় নিহত হয়েছেন দুই ব্যক্তি। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি দু জন।
আজ সকাল সাতটা নাগাদ উত্তর দিল্লির আজাদনগরে বড়া হিন্দু রাও এলাকার কাছে হঠাত্‍ ভেঙে পড়ে তিন তলা বহুতলটি। বহুতলের বাইরে আতঙ্কে বহু মানুষ চিত্‍কার করতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন। স্থানীয় পুলিসের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে দমকল। ভিতরে ঠিক কতজন আটকে রয়েছেন তা এখনও জানা যায়নি। তবে মৃত্যুর কোনও খবর নেই।
অভিযোগ এই ঘটনার পিছনে প্রশাসনিক গাফলতি রয়েছে। পুলিস জানিয়েছে, এই অঞ্চলের রাস্তা যথেষ্ট চওড়া না হওয়ার জন্য দমকলের গাড়ি ঢুকতে পারেনি। তবে ঠিক কি কারণে বাড়িটি ভেঙে পড়ল তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এক সপ্তাহের মধ্যে দেশের দুই সবচেয়ে হাইপ্রোফাইল এ ওয়ান সিটিতে এই নিয়ে দু বার বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার মুম্বইয়ে বহুতল ভেঙে প্রাণ হারান ৬১ জন। ক্রমশই দেশের বড় শহরগুলিতে পুরনো বহুতল 'যমদূত' হয়ে দেখা দিচ্ছে।

.