Gujarat Phase 2 polls: গুজরাট ভোটের দ্বিতীয় দফায় ২.৫ কোটির বেশি ভোটারের হাতে ৮৩৩ প্রার্থীর ভাগ্য

যে ৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে তা আহমেদাবাদ, ভাদোদরা, গান্ধীনগর এবং অন্যান্য জেলা জুড়ে বিস্তৃত। ভোটের প্রথম ধাপে, নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত পরিসংখ্যান অনুসারে গড় ভোটার ৬৩.৩১ শতাংশ রেকর্ড করা হয়েছে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।

Updated By: Dec 5, 2022, 09:29 AM IST
Gujarat Phase 2 polls: গুজরাট ভোটের দ্বিতীয় দফায় ২.৫ কোটির বেশি ভোটারের হাতে ৮৩৩ প্রার্থীর ভাগ্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে পাঁচ ডিসেম্বর ১৪টি জেলা জুড়ে ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২.৫ কোটিরও বেশি ভোটার ৮৩৩ জন প্রার্থীর মধ্যে থেকে বিধায়ক নির্বাচন করার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত এক ডিসেম্বর প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি জেলা রাজ্যের উত্তর এবং কেন্দ্রীয় অংশ জুড়ে বিস্তৃত।

ভোটকেন্দ্র

২৬,৪০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেখানে ২৯,০০০ জনেরও বেশি প্রিসাইডিং অফিসার এবং ৮৪,০০০ জন পোলিং অফিসারকে এই সাইটগুলিতে পোস্ট করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটের জন্য প্রায় ৩৬,০০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

১৪টি জেলা জুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত ৯৩টি মডেল ভোট কেন্দ্র এবং সমান সংখ্যক পরিবেশবান্ধব ভোট কেন্দ্র থাকবে। এছাড়া ৬৫১টি শুধুমাত্র মহিলা ভোট কেন্দ্র থাকবে।

আরও পড়ুন: ‘শহুরে উদাসীনতায়’ ভুগছে সিমলা থেকে সুরাট, ভোটদানের হার বৃদ্ধির আর্জি নির্বাচন কমিশনের

৬১টি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে এই নির্বাচনে। এরমধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস এবং আম আদমি পার্টি (এএপি) রাজ্য জুড়ে তাদের মেগা রোডশো এবং জনসভার মাধ্যমে সংবাদমাধ্যমে শিরোনাম দখল করেছে।

গুজরাট নির্বাচন দ্বিতীয় দফার পরিসংখ্যান

৮৩৩ জন প্রার্থীর মধ্যে ৭৬৪ জন পুরুষ এবং ৬৯ জন মহিলা। রাজ্যের নির্বাচনী সংস্থা অনুসারে মনোনীতদের মধ্যে ২৮৫ জন নির্দলও রয়েছে।

দ্বিতীয় দফার ভোটে, বিজেপি এবং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন AAP ৯৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার জোটের শরিক জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) দুটি আসনে প্রার্থী দিয়েছে।

যে ৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে তা আহমেদাবাদ, ভাদোদরা, গান্ধীনগর এবং অন্যান্য জেলা জুড়ে বিস্তৃত।

ভোটের প্রথম ধাপে, নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত পরিসংখ্যান অনুসারে গড় ভোটার ৬৩.৩১ শতাংশ রেকর্ড করা হয়েছে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.