CA Final Exam Result: বোন সর্বভারতীয় 'টপার' আর দাদা রয়েছেন ১৮-তে!

স্কুল-লেভেল থেকেই আমি আর দাদা একসঙ্গে পড়াশোনা করে এসেছি, জানান নন্দিনী।

Updated By: Sep 13, 2021, 09:26 PM IST
CA Final Exam Result: বোন সর্বভারতীয় 'টপার' আর দাদা রয়েছেন ১৮-তে!

নিজস্ব প্রতিবেদন: একই পরীক্ষায় একই পরিবারের বাজিমাত! দাদা-বোনের ভারতজয়। প্রায় তাই-ই ব্যাপারটি। কেননা একই পরিবার থেকে সর্বভারতীয় একটি পরীক্ষায় অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর রাখলেন দু'জনেই।

আজ, সোমবারই প্রকাশিত হয়েছে সিএ পরীক্ষার (CA final exam) ফলাফল। সেখানে বছর উনিশের নন্দিনী আগরওয়াল অল ইন্ডিয়া টপার! মধ্যপ্রদেশের (MP) মোরেনা জেলা থেকে পরীক্ষায় বসেছিলেন তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৮০০-র মধ্যে ৬১৪। এদিকে তাঁরই দাদা, তাঁর থেকে মাত্র দু'বছরের বড় সচিন আগরওয়াল এই পরীক্ষায় পেয়েছেন ১৮ তম স্থান। 

আরও পড়ুন: Kalyan Mankoti: নেই ইন্টারনেট কিংবা উন্নত ব্যবস্থা, প্রত্যন্ত গ্রামকেই স্কুল বানিয়েছেন এই শিক্ষক

স্বভাবতই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে, প্রশংসা চলছে। মানুষের মনে দুই ভাইবোনের এরকম বিরল সাফল্য নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে। খুশিতে উচ্ছল নন্দিনী বলেন, 'সেই স্কুল লেভেল থেকেই আমি আর দাদা একসঙ্গে পড়াশোনা করে এসেছি। আমরা IPCC এবং CA ফাইনালের জন্যও একত্রে প্রস্তুতি নিয়েছিলাম।' 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Tripura:১৫-র পর ১৬ সেপ্টেম্বরও অনুমতি দিল না বিপ্লব-পুলিস,ইয়ে ডর অচ্ছা লগা: Abhishek

.