সামনে এল চাঞ্চল্যকর তথ্য, ১৬ NCB আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শাহরুখ খানের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে NCB-র বিরুদ্ধে

Updated By: Dec 29, 2021, 02:42 PM IST
সামনে এল চাঞ্চল্যকর তথ্য, ১৬ NCB আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (NCB) ১৬ জন আধিকারিক, নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। একটি আরটিআই-র উত্তরে এনসিবি এই কথা জানিয়েছে।

অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানকে (Aryan Khan) গ্রেপ্তার করা নিয়ে সমস্যার মুখে পরে এনসিবি। সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে অভিনেতার ছেলেকে ফাঁসানোর অভিযোগ আনা হয়। অভিনেতার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে NCB-র বিরুদ্ধে।

আরও পড়ুন: CISF Recruitment 2022: HS পাশ? সামনেই সরকারি চাকরির সুযোগ; বেতন ৮১,০০০ টাকা!

NCB-র দেওয়া তথ্য অনুসারে, ২০০৯ সালে NCB আধিকারিকদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ ওঠে। পরবর্তী পাঁচ বছরে, ২০১৪ পর্যন্ত, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু ২০১৫ সালে, অভিযুক্তদের তালিকায় আরও ৮টি নাম যুক্ত হয়। ২০১৮ সালে তিনজন NCB আধিকারিককে অভিযুক্ত করা হয়, এবং ২০১৯ ও ২০২০ সালে, দু'জন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বর্তমানে, ১৬ জন এনসিবি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.