যোগীর রাজ্যে বিআরডি কলেজে ২৪ ঘণ্টায় মৃত ১৬ শিশু
Updated By: Oct 9, 2017, 03:07 PM IST
ওয়েব ডেস্ক: শিশু মৃত্যুমিছিল অব্যাহত। একই ইস্যুতে ফের খবরের শিরোনামে যোগী রাজ্যের বিআরডি মেডিক্যাল কলেজ। গত ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে ১০ টি সদ্যোজাত।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশের গোরখপুর ও মহারাজাগঞ্জ দেওরিয়া, বাস্তি, বলরামপুর থেকে প্রায় ২০ জন রোগী ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন ডায়ারিয়ায়, অনেকে এনসেফ্যালটিসে আক্রান্ত। মৃত শিশুদের মধ্যে ১০ টি শিশু এনআইসিইউ বিভাগে ও বাকি ৬ জন পেডিয়াট্রিক আইসিইউ বিভাগে ভর্তি ছিল।
গত অগাস্ট মাসের গোড়ায় এই হাসপাতালে ৭২টি শিশুর মৃত্যু হয়েছিল। অক্সিজেনের অভাবেই এতগুলি শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। হাসপাতালের তত্কালীন প্রিন্সিপ্যাল-সহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তারপরও এই ধরনের ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।