স্বাধীনতার পর প্রথমবার পুরুষ ছাড়াই হজযাত্রায় ১৩০০ মুসলিম মহিলা
নরেন্দ্র মোদীর জমানায় হজযাত্রার নিয়ম থেকে ছাড় পেলেন ১৩০০ জন মুসলিম মহিলা।
নিজস্ব প্রতিবেদন: সকালে মন কি বাত অনুষ্ঠানে পুরুষ সফরসঙ্গী ছাড়াই মহিলাদের হজযাত্রার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানালেন, একা হজে যেতে আবেদন করেছেন ১৩০০ জন মহিলা। তাঁদের লটারি ব্যবস্থায় ফেলা হচ্ছে না। সংরক্ষিত শ্রেণিতে হজযাত্রা করবেন তাঁরা।
It had come to our notice that if a Muslim woman wants to go on Haj ,she must have a ‘Mehram’ or a male guardian, otherwise she cannot travel, it was discriminatory, we have changed this rule and this year arnd 1300 women applied to go without a male guardian: PM Modi #MannKiBaat pic.twitter.com/1nekgrP2aw
— ANI (@ANI) December 31, 2017
Thanks to PM Shri @narendramodi Ji for mentioning in today’s #MannKiBaat, the decision of Minority Affairs Ministry to lift ban on women going for Haj without “Mehram” (male guardian).
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) December 31, 2017
স্বাধীনতার পর থেকে একা হজযাত্রা করতে পারেন না মহিলারা। সঙ্গে পুরুষ থাকা বাধ্যতামূলক। সেই নিয়মের অবসান ঘটল মোদীর জমানায়। তাঁর মতে, ''মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় হচ্ছিল। ওই নিয়ম আমরা বদলে দিয়েছি। আমার সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক এব্যাপারে নজর দেয়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই।'' আবেদনকারী মহিলারা সকলেই যাতে হজযাত্রা করতে পারেন, তা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে দেখতে বলেছিলেন মোদী। তারপরই মুখতার আব্বাস নকভি জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই মহিলাদের লটারি ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন মহিলারা, ঘোষণা নরেন্দ্র মোদীর
After PM Shri @narendramodi Ji‘s suggestion, I assure that those about 1300 women, who have applied to go for Haj without “Mehram” (male companion), will be exempted from the lottery system and allowed to proceed on Haj. #MannKiBaat
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) December 31, 2017
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, ''৪৫ বছরের বেশি বয়সি মুসলিম মহিলাদের অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা চারজনের একটি দলে হজযাত্রা করবেন।''