সেনাকে সাহায্য করতে জম্মু-কাশ্মীরের পথে হাজার সাধু
জম্মু-কাশ্মীর উপত্যকায় পাথর ছোঁড়া জনতার সঙ্গে লড়তে এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সাহায্য করতে এবার রওনা দিলেন ১ হাজার সাধু। কানপুরের ধর্মীয় সংগঠন 'জন সেনা'র সদস্য এই সব সাধুদের উপত্যকা যাত্রা এবং 'উদ্দেশ্য' নিশ্চিত করা হয়েছে সংগঠনের তরফে। জন সেনা আরও জানিয়েছে যে, এই সাধুরা প্রত্যেকেই পাথর টুকরো করার বিষয়ে প্রশিক্ষিত এবং এদের সঙ্গে একটি ট্রাক ভর্তি পাথর থাকবে। মোট ১ হাজার সাধুদের মধ্যে ৫০০ জন পৌঁছে যাবে কৃষ্ণঘাটি এলাকায় এবং সেখানে সেনা বাহিনীকে অনুরোধ করা হবে সাধুদেরই একেবারে সামনের সারিতে রাখতে। কারণ, তাহলে সেনা হত্যা আটকানো সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি, এমনটাই খবর 'হিন্দুস্তান টাইমস' সূত্রে। (আরও পড়ুন- সামনেই বিয়ে, তাই পরীক্ষার খাতায় পাশ করানোর লিখিত আর্জি ছাত্রীর)
ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীর উপত্যকায় পাথর ছোঁড়া জনতার সঙ্গে লড়তে এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সাহায্য করতে এবার রওনা দিলেন ১ হাজার সাধু। কানপুরের ধর্মীয় সংগঠন 'জন সেনা'র সদস্য এই সব সাধুদের উপত্যকা যাত্রা এবং 'উদ্দেশ্য' নিশ্চিত করা হয়েছে সংগঠনের তরফে। জন সেনা আরও জানিয়েছে যে, এই সাধুরা প্রত্যেকেই পাথর টুকরো করার বিষয়ে প্রশিক্ষিত এবং এদের সঙ্গে একটি ট্রাক ভর্তি পাথর থাকবে। মোট ১ হাজার সাধুদের মধ্যে ৫০০ জন পৌঁছে যাবে কৃষ্ণঘাটি এলাকায় এবং সেখানে সেনা বাহিনীকে অনুরোধ করা হবে সাধুদেরই একেবারে সামনের সারিতে রাখতে। কারণ, তাহলে সেনা হত্যা আটকানো সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি, এমনটাই খবর 'হিন্দুস্তান টাইমস' সূত্রে। (আরও পড়ুন- সামনেই বিয়ে, তাই পরীক্ষার খাতায় পাশ করানোর লিখিত আর্জি ছাত্রীর)