দশ বছরের কারাদণ্ড চৌতলার
বেআইনি ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দিল্লির একটি আদালত হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলা এবং তাঁর পুত্র অজয় চৌতলাকে আজ দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল।
বেআইনি ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দিল্লির একটি আদালত হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলা এবং তাঁর পুত্র অজয় চৌতলাকে আজ দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল।
১৯৯৯- ২০০০-এ জুনিয়র বেসিক ট্রেনিং শিক্ষক নিয়োগে দুর্নীতি করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতীয় চৌতালা-সহ অন্যরা। জাল নথি দিয়ে নিয়োগ করা হয় ৩ হাজার ২০৬ জন শিক্ষক। গত ১৬ জানুয়ারি জাতীয় লোকদলের সুপ্রিমো চৌতালা ও তার পুত্র ছাড়াও ৫৩ জন কে এই মামলায় দোষী ঘোষণা করে আদালত। দোষীদের মধ্যে দুজন আই এ এস অফিসারও রয়েছেন। তাঁদেরও দশ বছরে কারাদণ্ড হয়েছে। বাকিদের তিন থেকে পাঁচ বছরের জেল হয়েছে। আদালত চৌতালাদের বিরুদ্ধে ষঢ়যন্ত্র, জালিয়াতি, জালনথি ব্যবহার সহ একাধিক ধারায় চার্জ গঠন করে সিবিআই।
এদিকে এদিন রোহিনী আদালত চত্বের ব্যাপক বিক্ষোভ দেখান চৌতালার সমর্থকেরা। চৌতালার লোকজন ইন্ডিয়ান ন্যাশনাল লোকর দলের হাজার আটেক সমর্থক আতালতের সামনে পথ অবরোধ করেন। পুলিসের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েন তারা।