আয়করের ক্ষেত্রে এই ১০টি পরিবর্তন লাগু হচ্ছে ১ লা এপ্রিল থেকে

১ এপ্রিল থেকে আয়করের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১০টি পরিবর্তন হচ্ছে। নতুন বছরের জন্য ট্যাক্স প্ল্যান তৈরির আগে জেনে নিন কী সেই বদল।

Updated By: Mar 24, 2017, 10:37 PM IST
আয়করের ক্ষেত্রে এই ১০টি পরিবর্তন লাগু হচ্ছে ১ লা এপ্রিল থেকে

ওয়েব ডেস্ক: ১ এপ্রিল থেকে আয়করের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১০টি পরিবর্তন হচ্ছে। নতুন বছরের জন্য ট্যাক্স প্ল্যান তৈরির আগে জেনে নিন কী সেই বদল।

আর কয়েকদিন পরই এ বছরের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। সামনের বছরের জন্য ট্যাক্স প্ল্যান তৈরির কাজটা এখনই শুরু করে দেওয়া ভাল। সেই কাজে হাত দেওয়ার আগে জেনে নিন পয়লা এপ্রিল থেকে আয় করে কী কী বদল আসছে।

১) ২.৫-৫ লাখ টাকা বার্ষিক আয়ে করের হার ১০% থেকে কমে ৫% হচ্ছে। যার মানে ১২,৫০০ টাকা পর্যন্ত কর সাশ্রয় হবে আপনার।

২) এ বার ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ২৫০০ টাকা ট্যাক্স রিবেট। অর্থাত, বছরে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত।

৩) আগামী অর্থবর্ষে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয়ে করের ওপর ১০% সারচার্জ গুণতে হবে।  

৪) স্থাবর সম্পত্তির ক্ষেত্রে লং টার্মের মেয়াদ ৩ বছর থেকে কমে ২ বছর করা হচ্ছে। ফলে সম্পত্তি কেনার ২ বছর পরই তা বিক্রি করলে করের হার কমে দাঁড়াবে ২০%।  

৫) সম্পত্তির মূল্যায়নে মুদ্রাস্ফীতির প্রভাব হিসাবের ভিত্তিবর্ষ ১ এপ্রিল ১৯৮১-র বদলে ১ এপ্রিল ২০০১ করা হচ্ছে।

৬) NHAI এবং REC বন্ড ছাড়াও বিভিন্ন নোটিফায়েড বন্ডের মুলধনী লাভের পুনর্বিনিয়োগে কর ছাড়ের সুযোগ মিলবে।

৭) ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১ পাতার সরল ট্যাক্স রিটার্ন ফর্ম পূরণ করলেই চলবে।

৮) আগামী আর্থিক বছরের আয়কর ৩১ ডিসেম্বর, ২০১৮-র মধ্যে জমা না দিলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। তারপর জরিমানা বেড়ে দাঁড়াবে ১০০০০ টাকা।  

৯) ১ এপ্রিল থেকে লিস্টেড শেয়ার ও ফান্ডে প্রথম বিনিয়োগে করছাড়ের জন্য ঘোষিত রাজীব গান্ধী ইকুইটি সেভিংস স্কিম উঠে যাচ্ছে।

১০) ট্যাক্স রিটার্নে বদলের সময়সীমা ২ বছর থেকে কমে ১ বছর হচ্ছে।  

কর বাঁচানোর হিসাব কষার আগে এই দশটি বিষয় অবশ্যই মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। (আরও পড়ুন- কীভাবে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন, জেনে নিন)

.