বিশ্ব প্রতিবন্ধী দিবস: বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে সল্টলেকের স্বেচ্ছাসেবী সংগঠন

ফি বছরই তেসরা ডিসেম্বর দিনটা ঘটা করে পালিত হয় বিশ্বপ্রতিবন্ধি দিবস হিসাবে। উত্‍সবের ঘনঘটায় হারিয়ে যায় আসল সমস্যা। সেরিব্রাল পলসি বা অর্টিজমে আক্রান্ত শিশুদের সঠিক প্রশিক্ষণের জায়গার বড় অভাব আজও। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এইসব বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়িয়েছে সল্টলেকেরই এক স্বেচ্ছাসেবী সংগঠন। চলছে নিরন্তর পরিশ্রম।

Updated By: Dec 3, 2017, 09:19 AM IST
বিশ্ব প্রতিবন্ধী দিবস: বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে সল্টলেকের স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব প্রতিবেদন: আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। তবু প্রতিবন্ধকতা কাটেনি আমাদের মনে। আজও আমরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে ইতস্তত বোধ করি। বন্ধুত্বের হাত বাড়াই না ওদের দিকে। অস্থির এই সময়েই আলোর দিশা দেখাচ্ছে সল্টলেকেরই এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

ফি বছরই তেসরা ডিসেম্বর দিনটা ঘটা করে পালিত হয় বিশ্বপ্রতিবন্ধি দিবস হিসাবে। উত্‍সবের ঘনঘটায় হারিয়ে যায় আসল সমস্যা। সেরিব্রাল পলসি বা অর্টিজমে আক্রান্ত শিশুদের সঠিক প্রশিক্ষণের জায়গার বড় অভাব আজও। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এইসব বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়িয়েছে সল্টলেকেরই এক স্বেচ্ছাসেবী সংগঠন। চলছে নিরন্তর পরিশ্রম।

২০১৬ তে নতুন করে ঢেলে সাজানো হয়েছে ভারতীয় ডিসএবিলিটি অ্যাক্ট। ৭  ধরনের প্রতিবন্ধকতার বদলে ২১ ধরনের শারীরিক রোগ ও সমস্যাকে প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক ছাদের তলায় রয়েছে সব ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা। স্পিচ থেরাপি, ভিসন থেরাপি, ফিজিও থেরাপি। রয়েছে কাউন্সিলিংয়ের ব্যবস্থাও। উপকার পাচ্ছেন অনেকেই। সতেরো বছরের যাত্রাপথে এসেছে অনেক প্রতিকূলতা। তবু হাল ছাড়তে রাজি নয় স্বেচ্ছাসেবী এই সংগঠন।

বিশ্ব প্রতিবন্ধী দিবসের শপথ, চলুন পাশে দাঁড়াই ওদের। ভালোবেসে,বন্ধুর মতো কাছে টেনে নিই ওদের।

.