ব্যস্ত জীবন থেকে এক মিনিট সময় বার করে দেখুন এই ভিডিও

কথায় বলে 'ঠেলায় পড়লে বাঘে গরুতে এক ঘাটে জল খায়'। কিন্তু এখানে কোনও 'ঠেলা' নেই নিছক বন্ধুত্বের জন্যই একসঙ্গে ঘুড়ে বেড়াচ্ছে সিংহ এবং কুকুর। শুধু এরাই নয়, আছে আরও অনেকে।

Updated By: May 14, 2016, 02:04 PM IST
ব্যস্ত জীবন থেকে এক মিনিট সময় বার করে দেখুন এই ভিডিও

ওয়েব ডেস্ক: কথায় বলে 'ঠেলায় পড়লে বাঘে গরুতে এক ঘাটে জল খায়'। কিন্তু এখানে কোনও 'ঠেলা' নেই নিছক বন্ধুত্বের জন্যই একসঙ্গে ঘুড়ে বেড়াচ্ছে সিংহ এবং কুকুর। শুধু এরাই নয়, আছে আরও অনেকে।

রোজকার ব্যস্ত জীবনের 'র‍্যাট রেস'-এ মানুষ যেখানে ভুলতে বসেছে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সেখানে বন্ধুত্বের বাঁধনে প্রাণীজগত ভুলে গিয়েছে কে খাদ্য আর কে খাদক। শত্রু-মিত্র একাকার হয়ে খেলায় মত্ত সকলেই। নিজের ব্যস্ত জীবন থেকে এক মিনিট সময় বার করে দেখুন ওদের বন্ধুত্বের এই ভিডিও। আবার নতুন করে ফিরে পেতে চাইবেন আপনার জীবনে হারিয়া যাওয়া বন্ধুদের।

 

.