দেশের সেরা মিউজিয়ামের তকমা পেল ভিক্টোরিয়া মেমোরিয়াল
দেশের সেরা মিউজিয়ামের শিরোপা পেল ভিক্টোরিয়া মেমোরিয়াল । আন্তর্জাতিক একটি ভ্রমণ ওয়েবসাইটই এই পালক গুঁজে দিয়েছে ভিক্টোরিয়ার মুকুটে। কর্তৃপক্ষের আশা, এই নতুন তকমা আরও বেশি দর্শককে টেনে আনবে এই স্মৃতি সৌধে।
সাল ১৯০১। ব্রিটিশ শাসিত ভারতে শেষ হল ভিক্টোরিয়া জমানা। রানির মৃত্যুর খবর পেয়েই স্মৃতিসৌধের ভাবনা আসে তত্কালীন ভাইসরয় অফ ইন্ডিয়া মারকোয়েজ কার্জনের মাথায়। যেমন ভাবনা তেমন কাজ। পনেরো বছরের মধ্যে মার্বেলের সৌধ মাথা তুলল কলকাতার বুকে। শতবর্ষের আলো পেতে এখনও বাকি আরও ৬ বছর। আর তার আগেই দেশের সেরা মিউজিয়ামের শিরোপা পেল ভিক্টোরিয়া মেমোরিয়াল।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা এই সংগ্রহশালা পিছনে ফেলে দিয়েছে দেশের তাবড় মিউজিয়ামকে।
ভারতীয় জাদুঘর
দিল্লির ন্যাশনাল মিউজিয়াম
এলাহাবাদ মিউজিয়াম
হায়দ্রাবাদের সালার জং মিউজিয়াম
দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট
মুম্বইয়ের প্রিন্স অফ ওয়েলস
দেশের এতগুলো মিউজিয়ামকে কীভাবে পিছনে ফেলে দিল কলকাতার এই ল্যান্ডমার্ক? যারা ঘুরে গিয়েছেন, তাদের ফিডব্যাকের নিরিখেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উষ্ণীশ উঠেছে এই পালক। দুহাজার সতেরো সালেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালা হয়ে উঠবে আন্তর্জাতিক মানের।