বাস্তু দোষ: লক্ষণ ও তার প্রতিকার

অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে।

Updated By: Nov 2, 2018, 08:21 AM IST
বাস্তু দোষ: লক্ষণ ও তার প্রতিকার

বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা ক্রমশ বেড়ে চলেছে। তার কারণ হল, মানুষ ধীরে ধীরে বাস্তুশাস্ত্রের কার্যকারীতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অবগত হচ্ছেন। অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে। আমাদের নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষের কারণ তৈরি করে ফেলি। আসুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি বাস্তু দোষের লক্ষণ ও তার প্রতিকার।

১) বন্ধ ঘড়ি ঘরে একদম রাখবেন না। এটি আপনার বাস্তুর কালগত স্বাভাবিক পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারে।

২) শোবার ঘরে কোনও নেশার দ্রব্য রাখলে স্বাস্থ্য বা অর্থের ক্ষতি হয়।

৩) কর্মক্ষেত্রের অশান্তি এড়াতে বাড়ির উত্তর দিকে মাটি জাতীয় কোনও কিছু রাখবেন না।

৪) শুকনো ফুল ঘরে রাখা অত্যন্ত অশুভ।

আরও পড়ুন: সময় ভাল যাচ্ছে না? ভাগ্য ফেরাতে পারে ফটকিরি!

৫) রাত্রে খাওয়ার পর শোবার ঘরে এঁটো বাসন রাখবেন না। অত্যন্ত অশুভ।

৬) উত্তর-পূর্ব দিকে কোনও বিপরীতধর্মী জিনিস রাখবেন না। এতে সন্তানের ক্ষতি হতে পারে।

৭) পূর্ব দিকে ধাতুর জিনিস রাখবেন না। এতে আত্মীয়-স্বজনের সঙ্গে অযথা বিবাদ বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: জেনে নিন কোন রত্ন কোন আঙ্গুলে ধারণ করবেন

৮) যদি সম্ভব হয় ঘরে প্রতিদিন কিছু টাটকা ফুল সাজিয়ে রাখবেন। এতে শুভ ফল মেলে।

৯) বাড়ির উত্তর-পূর্ব কোণে গ্যারেজ না হয়। এতে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে।

১০) বাড়িতে ঝাড়বাতি রাখা খুব ভাল। এতে বাড়ির শান্তি, সমৃদ্ধি বজায় থাকে।

১১) মামলার জরুরি নথি-পত্র কখনও সিন্দুকে বা বাড়ির দক্ষিণ বা দক্ষিন-পূর্বে রাখা উচিত নয়। এতে ওই মামলা দীর্ঘ মেয়াদী হয়ে যায়।

.