এক বোতল হুইস্কির দাম ৮ কোটি ২৫ লক্ষ টাকা!
এ বছরেই সংস্থার আর একটি হুইস্কির বোতল বিক্রি হয়েছিল প্রায় ৭ কোটি ৯০ লক্ষ টাকায়।
নিজস্ব প্রতিবেদন: পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো মদ দামে!
না, একটুও ভুল দেখছেন না। এক বোতলের দাম প্রায় ৮ কোটি ২৫ লক্ষ টাকা! কেন এত দাম এই এক বোতল স্কচ হুইস্কির? এর ইতিহাস জানলে পান রসিকরা এমনিই বুঝে যাবেন।
এ যেন একেবারে তলর হীরা! ১৯২৬ সালে তৈরি হয় এই স্কচ হুইস্কি। তৈরি করে ম্যাককালান ডিস্টেলারি নামের একটি সংস্থা। ১৯২৬-এ তৈরির পর থেকে ১৯৮৬ সাল পর্যন্ত, দীর্ঘ ৬০ বছর একটি কাস্কে ভরা ছিল এই স্কচ হুইস্কি। তার পর মোট ২৪টি বোতলে ঢালা হয়েছিল। এর মধ্যে ১২টি বোতলের গায়ে পিটার ব্লেক ও ১২টির গায়ে ভালেরিও আদেমি লেবেল সাঁটানো হয়েছিল। এর মধ্যে ভালেরিও আদেমি লেবেল সাঁটানো একটি স্কচ হুইস্কির বোতল স্কটল্যান্ডের এডিনবার্গে নিলাম হল ৮,৪৮,৭৫০ ইউরোয়, ভারতীয় মূদ্রায় প্রায় ৮ কোটি ২৫ লক্ষ টাকায়। রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, এশিয়ার এক ব্যক্তি বিপুল অঙ্কে নিলামে কিনেছেন এই বোতলটি। তবে দুর্লভ এই স্কচ হুইস্কির ক্রেতার নাম জানা যায়নি। এ বছরেই সংস্থার আর একটি হুইস্কির বোতল বিক্রি হয়েছিল প্রায় ৭ কোটি ৯০ লক্ষ টাকায়।
এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, একে স্কচ, তার উপরে ৯২ বছরের পুরনো। এর স্বাদ আর গন্ধ একেবারে অতুলনীয়, দুর্লভ!