পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকবে কোন প্রাণী জানেন?

Updated By: Jul 17, 2017, 02:19 PM IST
পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকবে কোন প্রাণী জানেন?

ওয়েব ডেস্ক: পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকবে হাফ মিলিমিটারের একটা প্রাণি। সূর্য মরা না পর্যন্ত মরবে না জল-শূকর। ৩০ বছর খাবার ও জল ছাড়া দিব্যি বাঁচতে পারে এই প্রাণি। ১৫০ ডিগ্রি সেলসিয়াস বা ৩০২ ডিগ্রি ফারেনহাইট উত্তাপ এবং -৪৫৭ ডিগ্রি ঠান্ডাও গায়ে আঁচড় কাটতে পারবে না জল-শূকরের।পৃথিবী ধ্বংসের ঠিক আগে পর্যন্ত বেঁচে থাকবে কে? মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন হওয়ার পরেও কি প্রাণ থাকবে?যতক্ষণ না সূর্য তার গনগনে তাপ হারিয়ে নিস্তেজ হয়ে পড়বে, ততক্ষণ বেঁচে থাকবে একজন।৮-পেয়ে জল-শূকর।পৃথিবীর শেষদিন পর্যন্ত বেঁচে থাকা প্রাণি ।একটা জল-শূকরের এত ক্ষমতা?৩০ বছর খাবার ও জল ছাড়া দিব্যি বাঁচতে পারে এই প্রাণি।১৫০ ডিগ্রি সেলসিয়াস বা ৩০২ ডিগ্রি ফারেনহাইট উত্তাপ এবং -৪৫৭ ডিগ্রি ঠান্ডাও গায়ে আঁচড় কাটতে পারবে না জল-শূকরের।মাত্র ০.৫ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই জল-শূকর।ফুটন্ত জলে সেদ্ধ হোক বা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হোক, তার পরেও ২০০ বছর বেঁচে থাকবে এই প্রাণি। কোনও গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সুপারনোভার আকারে তারার বিস্ফোরণ ঘটতে পারে। গামা রশ্মির বিস্ফোরণে ধ্বংসের বীজ পোঁতা হয়ে যেতে পারে। কিন্তু একা কুম্ভের মতো জেগে থাকবে জল-শূকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বড় কঠিন প্রাণ এই জল-শূকরের। ভয়ানক ডাইনোসরের চেয়েও বেশি।

আরও পড়ুন দেখে নিন সুদর্শন পট্টনায়েক শিবঠাকুরের কী মুর্তি বানালেন

ঠিক এভাবেই একদিন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল অতিকায় ডাইনোসরের দল। কিন্তু জল-শূকরের প্রাণ এত ঠুনকো নয়।১ হাজার কোটি বছর দিব্যি হেসেখেলে এই দুনিয়ায় কাটিয়ে দেবে এই জল-শূকর।পৃথিবীর সব মহাসাগরের জল টগবগ করে ফুটতে থাকলে তবেই নিশ্চিহ্ন হতে পারে এই প্রাণি। সব মহাসাগরের জল ফোটাতে কোনও তারার বিস্ফোরণ ঘটতে হবে পৃথিবী থেকে ০.১৪ আলোকবর্ষ দূরে। এমনই দাবি বিশেষজ্ঞদের। পাহাড়ের সর্বোচ্চ চুড়ো থেকে মহাসমুদ্রের তলদেশ, সর্বত্রই অবাধ বিচরণ এই জল-শূকরের। ঝড়-ঝঞ্চা-ভূমিকম্প-খরা-দুর্ভিক্ষ-তারার বিস্ফোরণ-গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘাতকে থোড়াই কেয়ার এদের।গায়ক যতই গেয়ে উঠুন, পৃথিবী হয়ত আর শান্ত হবে না। বসতিও আর হয়ত গড়ে উঠবে না। কিন্তু, এতকিছুর পরেও বহাল তবিয়তে রাজ করবে একজন। ছোট্ট ৮-পেয়ে জল-শূকর।

আরও পড়ুন  জন্মদিনে ক্যাটরিনা কাইফ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন

.