অনলাইনে সস্তার হাট- ফ্লিপকার্ট, আমাজনের পাঁচদিনের ফেসটিভ সেলের শুরুতেই কেনাকাটায় হুড়োহুড়ি
Updated By: Oct 13, 2015, 05:02 PM IST
অনলাইন বাজারে জমিয়ে কেনাকেটা শুরু হয়ে গেল। বাঙালির দুর্গাপুজোর আগে একেবারে সস্তায় হাট বসাল আমাজন-ফ্লিপকার্ট। সস্তার এই হাটে অনলাইনে কেনা যাবে বিভিন্ন ব্র্যান্ডের জামাকাপড়, জুতো, মোবাইল, ইলেকট্রনিক ও ফ্যাশন সামগ্রী। অনলাইনের ভাষায় একে বলে ফেসটিভ সেল। আজ থেকে শুরু হওয়া এই সেল চলবে শনিবার পর্যন্ত।
ফ্লিপকার্টের এই পাঁচদিনের ফেস্টিভ সেলের সুযোগ শুধুত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। তবে আমাজনের ক্ষেত্রে সমস্ত মাধ্যম থেকেই বিশেষ এই সেলের সুবিধা নিতে পারবেন ক্রেতারা। ফ্লিপকার্টে অ্যাপ-অনলি এই কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার এবং ৭০ ধরনের পণ্যের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকছে। ফ্লিপকার্ট সম্প্রতি ফ্যাশন পোর্টাল মিয়ান্ত্রার অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে। ফ্লিপকার্টের বিশেষ সেল মিয়ান্ত্রার সামগ্রীর ক্ষেত্রেও পাওয়া যাবে।