বিশ্বের সেরা ৫ পর্যটন কেন্দ্রের তালিকায় তাজমহল
বিশ্বের সেরা পাঁচ পর্যটন কেন্দ্রে স্থান পেল ভারতের তাজমহল। লোনলি প্ল্যানেটের আলটিমেট ট্র্যাভেলিস্টের প্রকাশিত তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তাজমহল। মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি এই স্মৃতি সৌধ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। ইসলামিক ধাঁচে তৈরি শ্বেত পাথরের মধ্যে দামি পাথর খচিত স্মৃতি সৌধে প্রতিবছর আসেন দেশ, বিদেশের হাজার হাজার পর্যটক। যমুনার বক্ষে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ ভারতের সবথেকে সুন্দর নির্মাণ।
ওয়েব ডেস্ক: বিশ্বের সেরা পাঁচ পর্যটন কেন্দ্রে স্থান পেল ভারতের তাজমহল। লোনলি প্ল্যানেটের আলটিমেট ট্র্যাভেলিস্টের প্রকাশিত তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তাজমহল। মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি এই স্মৃতি সৌধ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। ইসলামিক ধাঁচে তৈরি শ্বেত পাথরের মধ্যে দামি পাথর খচিত স্মৃতি সৌধে প্রতিবছর আসেন দেশ, বিদেশের হাজার হাজার পর্যটক। যমুনার বক্ষে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ ভারতের সবথেকে সুন্দর নির্মাণ।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর কাম্বোডিয়ার অঙ্কোরভাট মন্দির। ১,০০০টি মন্দির, গম্বুজের সমাবেশে প্রতিবছর পায়ের ধুলো পড়ে দেশ, বিদেশের ২০ লক্ষ পর্যটকের। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আঙ্কোরভাট।
দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ।
পেরুর মাচু পিচ্চু প্রদেশের ইনকা শহর রয়েছে তৃতীয় স্থানে।
চতুর্থ স্থানে রয়েছে চিনের প্রাচীর।