ওয়ার্ক ফ্রম হোম না অফিসে বসে কাজ? কার পাল্লা ভারী, জেনে নিন কী বলছে সমীক্ষা

 সংস্থার সিইও রমেশ নায়ার জানিয়েছেন, ভারতে অনেক কর্মীরাই ওয়ার্ক ফ্রম হোমে নিজেদের মানিয়ে নিয়েছেন।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 24, 2020, 06:23 PM IST
ওয়ার্ক ফ্রম হোম না অফিসে বসে কাজ? কার পাল্লা ভারী, জেনে নিন কী বলছে সমীক্ষা
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন:  করোনার আবহে বাড়িই অফিস। বাড়িতে বসেই চলছে অফিসের সব কাজ, পোশাকি নাম "ওয়ার্ক ফ্রম হোম।" কিন্তু কর্মীরা অফিসে বসে কাজ করা মিস করছেন। সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে সেরকমই। JLL নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি সমীক্ষায় বলছে, ব্যক্তিগত আলাপচারিতা না হওয়ায় অনেকাংশেই কর্মীরা অফিস মিস করছেন।

 সংস্থার সিইও রমেশ নায়ার জানিয়েছেন, ভারতে অনেক কর্মীরাই ওয়ার্ক ফ্রম হোমে নিজেদের মানিয়ে নিয়েছেন। তবে অনেকেই অফিস যাওয়ার জন্য উদগ্রীব। কারণ তাঁরা অফিসের অভিজ্ঞতা বাড়িতে পাচ্ছেন না। ঠিক যেমন একটা বড় অংশের কর্মীরা অফিসে ফিরতে চাইছেন তার সঙ্গেই অনেকে বলছেন তাঁরা ভবিষ্যতে ওয়ার্ক ফ্রম হোম ও অফিসের মিশ্র কাজ চান।

আরও পড়ুন: করোনা আবহে ভারতে ৬৫% বিক্রি বেড়েছে কন্ডোম, সেক্সটয়ের! তালিকার শীর্ষে কোন শহর? জেনে নিন

৫০ শতাংশেরও বেশি কর্মীরা আবার বলছেন বাড়ি থেকেই ভাল ফলদায়ক কাজ  হচ্ছে। বেশিরভাগ কর্মীই বাড়ি থেকে কাজ করেই কোম্পানির ভবিষ্যত নিয়ে আত্মবিশ্বাসী। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অফিসের দলগতভাবে কাজ করা কিংবা কাজের পরিবেশ যে কিছুটা হলেও মনের কোণে সাড়া ফেলছে না, একথা ভুল। তবে করোনার এই আবহে বাড়িকেই অফিস বানিয়ে লড়তে ছাড়ছেন না কর্মীরা।

 

.