গরমে ঠান্ডা থাকুন: লেমোনেড

গরমে যখন হাসফাঁস অবস্থা তখন ঠান্ডা রাখতে পারে একমাত্র লেমোনেড।

Updated By: Apr 28, 2014, 06:33 PM IST

গরমে যখন হাসফাঁস অবস্থা তখন ঠান্ডা রাখতে পারে একমাত্র লেমোনেড।

কী কী লাগবে

ঠান্ডা জল-৩ কাপ
লেবুর রস-১ কাপ
চিনি- ৩/৪ কাপ
বরফ
লেবুর টুকরো
পুদিনা পাতা

কীভাবে বানাবেন

একটা পাত্রে ঠান্ডা জল, লেবুর রস ও চিনি মিশিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যাচ্ছে। ফ্রিজে রেখে দিন। খাওয়ার আগে বের করে ওপরে বরফ কুচি, পুদিনা পাতা ও লেবুর টুকরো দিয়ে বরফ ঠান্ডা পরিবেশন করুন।

.