Kamadgiri Mountain: উঠতে হবে না, এই পাহাড়টিকে শুধু দেখলেই পূরণ হবে আপনার সমস্ত মনস্কামনা
সারাবিশ্বে বহু পাহাড়-পর্বত, মালভূমি আছে। হিমালয়, আন্দিজ, আল্পস, হিন্দুকুশ-- প্রত্যেকটিরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। রয়েছে নিজস্ব পরিচিতি। কিন্তু এই সব বড় নামের ভিড়ে আলাদা করে চোখে পড়ে চিত্রকূটের কামড়গিরি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের মাঝে অবস্থিত এই পাহাড়। চিত্রকূটের কামড়গিরি পাহাড়। রামচন্দ্র তাঁর নির্বাসনের সময়ে এখানে এসেছিলেন বলে কথিত। ফলে ধর্মপ্রাণ মানুষের কাছে পাহাড়টির গুরুত্ব অসীম। লোকশ্রুতি যে, যে কেউ এই পাহাড়ের দিকে একবার তাকিয়ে দেখলেই পূরণ হবে তাঁর মনস্কামনা। কামতানাথ স্বামী এই পাহাড়ের দেবতা। এর ধর্মীয় প্রভাবের কথা বহুদিনই প্রচলিত। রাম এই পর্বতে এসে পৌঁছনোর আগেই বহু মুনি-ঋষি এখানে সাধন-ভজন করতেন। ফলে চিত্রকূট পর্বত রামের আগেই আধ্যাত্মিকতার দিক থেকে এক বিশিষ্ট জায়গা দখল করেছিল ভারতীয় মননে। ফলে সেই আদি কাল থেকেই চিত্রকূট পাহাড় এক তীর্থস্থানে পরিণত হয়েছিল। বিশেষ করে ভারতের যে-সব অঞ্চল রামচন্দ্রের অনুষঙ্গে তীর্থস্থানে পরিণত হয়েছে তার মধ্যে এই চিত্রকূট তথা কামড়গিরি খুবই বিশেষ। চিত্রকূটের বিখ্যাত এই মন্দির কামড়গিরির পাদদেশে অবস্থিত। সারা দেশ থেকে ভক্তেরা এখানে যান।
আরও পড়ুন: Seven Signs: যে সাতটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে ভালো সময় আসছে কি না...
সারাবিশ্বে বহু পাহাড়-পর্বত, মালভূমি আছে। হিমালয়, আন্দিজ, আল্পস, হিন্দুকুশ-- প্রত্যেকটিরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। রয়েছে নিজস্ব পরিচিতি। কিন্তু এই সব বড় নামের ভিড়ে আলাদা করে চোখে পড়ে চিত্রকূটের কামড়গিরি।
(জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো এ ধরনের কোনও নিয়ম-নীতি নির্দেশ করছে না। কাউকে কোনও সংস্কার মেনে চলতে বলছে না। প্রচলিত কিছু নিয়মকানুনকেই শুধু তুলে ধরছে।)