স্ট্রবেরি ডাকিরি

টোটাল ফিউশন। খোদ কাস্ত্রোর দেশের সান্টিয়াগো-পার্শ্ববর্তী বিচে ডাকিরির প্রথম আত্মপ্রকাশ।

Updated By: Oct 7, 2012, 07:33 PM IST

টোটাল ফিউশন। খোদ কাস্ত্রোর দেশের সান্টিয়াগো-পার্শ্ববর্তী বিচে ডাকিরির প্রথম আত্মপ্রকাশ। শোনা যায় স্থানীয় লোহার খনিতে মার্কিন এক ইঞ্জিনিয়র, জেনিং কক্সের বদান্যতায় পৃথিবীর আলো দেখেছে এই ককটেল। মার্কিন স্পেন যুদ্ধের সময় রাম দিয়ে তৈরি হলেও আমাদের এই রেসিপিতে স্ট্রবেরি থাকায় আমরা ভদকা বাছলাম। যেন দুই ফ্লেভারে ধাক্কা না লাগে। কেমন লাগল জানাতে ভুলবেন না।
কী কী লাগবে:
ভদকা- ৩০মিলি
লেবুর রস- ৩০মিলি
মিহিদানা চিনি- ১ চা চামচ
স্ট্রবেরি- ৪টে
বরফ কুচি
কীভাবে বানাবেন:
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। না ছেঁকে ককটেল গ্লাসে সার্ভ করুন।

.