ভারতীয় সময়ে কখন, কীভাবে, নিরাপদে দেখবেন সূর্যগ্রহণ, রইল সেই তথ্য
সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে মূলত আমেরিকা। ১৯৭৯ সালের পরে এই প্রথম সে দেশের এক উপকূল থেকে অন্য উপকূলের বাসিন্দারা এইরকম সূর্যগ্রহণ দেখতে এই গ্রহণ শুরুই হবে ভারতীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে আর শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে। ভারতের আকাশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে গেলে অবশ্য ২০৩৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে রাতের আকাশে ভারত থেকে সূর্যগ্রহণ দেখার উপায় নেই। ভারতের আকাশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে গেলে আবার অপেক্ষা করতে হবে ২০৩৪ পর্যন্ত। অন্তত এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই ভারতে বসেও আপনি উপভোগ করতে পারেন সূর্যগ্রহণের প্রতিটি মুহূর্ত।
এই লিঙ্কে ক্লিক করলে, আপনি ঘরে বসেই সূর্যগ্রহণ দেখতে পাবেন..
https://www.nasa.gov/eclipselive/#NASA+TV+Public+Channel
এছাড়াও আরও কয়েকটি উপায় রয়েছে,
নাসা সরাসরি সম্প্রচার করবে গ্রহণের দৃশ্য।
১১ টি স্পেসক্রাফ্ট ও নাসার তিনটি বিমান থেকে নেওয়া হবে গ্রহণের ছবি।
৫০টি বেলুন ও আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও ধরা হবে এই মহাজাগতিক দৃশ্য।
আবহাওয়া যেমনই থাকুক না কেন এখানেই লাইভ স্ট্রিম হবে সূর্যগ্রহণের।
কয়েকটি টিভি চ্যানেলেও নাসার এই লাইভ স্ট্রিমিং সম্প্রচার করা হবে।