SBI-তে সার্ভার ডাউন, বন্ধ নেট ব্যাংকিং, YONO এর মতো পরিষেবা!
গ্রাহকদের সার্ভার বিকল হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে এসবিআই এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি, পিএসইউ ব্যাংক ১ এপ্রিল উল্লেখ করেছিল যে বার্ষিক ক্লোজিং ক্রিয়াকলাপের কারণে ১ এপ্রিল ১.৩০ থেকে ইনবি / ইয়োনো / ইয়োনো লাইট / ইয়োনো বিজনেস / ইউপিআই পরিষেবা পাওয়া যাবে না। উল্লেখ্য, প্রতি বছর ১ এপ্রিল ব্যাংকগুলি তাদের বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের জন্য বন্ধ থাকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সার্ভারে বিভ্রাটের জের। নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ইয়োনো অ্যাপ, ক্রেডিট কার্ড পেমেন্টের মতো পরিষেবাগুলি বিপর্যস্ত হয়ে পড়েছে। স্টেট ব্যাঙ্কের একাধিক গ্রাহক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন। ওয়েবসাইট-পর্যবেক্ষক পরিষেবা ডাউনডিটেক্টর অনুযায়ী, ইউজারদের রিপোর্টগুলি ইঙ্গিত দেয় যে ভারতীয় সময় সকাল ৯.১৯ মিনিট থেকে ভারতীয় স্টেট ব্যাংকে সমস্যা হচ্ছে।
@TheOfficialSBI what is wrong with SBI server. Website not opening, yono not working what is this. pic.twitter.com/EdaCQLytcm
— Er. Chaitanya Prasad Murmu (@CHAITANYA_56) April 3, 2023
Why are the servers of @TheOfficialSBI down? I have been trying to login since morning but can't login. @sbigeneral @sbi_yfi pic.twitter.com/j7xQOGI5c7
— Sandesh Nisargan (@sandeshnisargan) April 3, 2023
#SBI online banking app YONO is down for hours @TheOfficialSBI pic.twitter.com/yyLFjkPJVE
— Enterprising Investor (@enterinvestor) April 3, 2023
যদিও বেশ কয়েকজন ইউজার শেয়ার করেছেন যে এদিন সকাল থেকে পরিষেবাগুলি গোলমাল করছে। আরও অনেকে বলেছেন যে গত দু'দিন ধরে তারা এসবিআই পরিষেবাগুলিতে ঢুকতে পারছেন না।
User reports indicate State Bank of India (SBI) is having problems since 9:19 AM IST. https://t.co/jchuWT1qKY RT if you're also having problems #StateBankofIndia(SBI)down
— Down Detector India (@DownDetectorIN) April 3, 2023
গ্রাহকদের সার্ভার বিকল হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে এসবিআই এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি, পিএসইউ ব্যাংক ১ এপ্রিল উল্লেখ করেছিল যে বার্ষিক ক্লোজিং ক্রিয়াকলাপের কারণে ১ এপ্রিল ১.৩০ থেকে ইনবি / ইয়োনো / ইয়োনো লাইট / ইয়োনো বিজনেস / ইউপিআই পরিষেবা পাওয়া যাবে না। উল্লেখ্য, প্রতি বছর ১ এপ্রিল ব্যাংকগুলি তাদের বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের জন্য বন্ধ থাকে। এই দিনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক ছুটির তালিকায় ব্যাংকস ক্লোজিং অফ অ্যাকাউন্টস হিসাবেও বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আরও পড়ুন, কোন ব্যাংকে টাকা রাখলে বেশি রিটার্ন পাবেন আপনি? কে দিচ্ছে বেশি সুদ?