উইনডোজ সেভেন সফ্টওয়ার বিক্রি বন্ধ করল মাইক্রোসফ্ট

এক্স পি-র পর এবার পালা উইনডোজ সেভেন-র? কিছুদিন আগেই উইনডোজ এক্সপির সমস্ত আপডেট বন্ধ করে দেওয়া হয়। এবার মাইক্রোসফ্ট খুচরো বিক্রি বন্ধ করল উইনডোজ সেভেন ও উইনডোজ ৮ র সফ্টওয়ার।

Updated By: Nov 4, 2014, 06:18 PM IST
উইনডোজ সেভেন সফ্টওয়ার বিক্রি বন্ধ করল মাইক্রোসফ্ট
Image: Christof Stache/Associated Press

ওয়েব ডেস্ক: এক্স পি-র পর এবার পালা উইনডোজ সেভেন-র? কিছুদিন আগেই উইনডোজ এক্সপির সমস্ত আপডেট বন্ধ করে দেওয়া হয়। এবার মাইক্রোসফ্ট খুচরো বিক্রি বন্ধ করল উইনডোজ সেভেন ও উইনডোজ ৮ র সফ্টওয়ার।

অনেকদিন আগেই মাইক্রোসফ্ট উইনডোজ সেভেন সফ্টওয়ার বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু অরজিনাল ইকিউপমেন্ট ম্যানুফ্যাকচার (OEMs) আর অনুমতি দিল না সেভেন ও এইট বিক্রি করার। এর থেকে স্পষ্ট যে, উইনডোজ ১০ নিয়ে যে বাজারে আগের থেকেই ঝড় উঠেছে, তার বাজার ধরতেই নয়া পদক্ষেপ মাইক্রোসফ্টের।

উইনডোজ সেভেন রক্ষণাবেক্ষন ২০১৫র জানুয়ারির মধ্যেই শেষ করবে মাইক্রোসফ্ট। আর এদিকে পরের বছর বাজারে আসছে উইনডোজ ১০।  উইনডোজ ১০ প্রিভিউ সংস্করণ ইতিমধ্যে দশ লক্ষ কাস্টমার ডাউনলোড করেছেন।

.