ঘরের রং দেখেই চিনে নিন মানুষকে

ঘরের রং দেখেই চিনে নেওয়া যায় লোককে। অন্য কেউ যেমন আপনাকে চিনে নিতে পারে। ঠিক তেমনই আপনিও পারেন অন্যকে চিনে নিতে। ঘরের রঙের সঙ্গে একজন মানুষের পছন্দ-অপছন্দ, ব্যক্তিত্বের যোগ রয়েছে। আর সেটাই চিনতে সাহায্য করে একজন মানুষকে। যেমন,

Updated By: Aug 27, 2016, 11:17 AM IST
ঘরের রং দেখেই চিনে নিন মানুষকে

ওয়েব ডেস্ক : ঘরের রং দেখেই চিনে নেওয়া যায় লোককে। অন্য কেউ যেমন আপনাকে চিনে নিতে পারে। ঠিক তেমনই আপনিও পারেন অন্যকে চিনে নিতে। ঘরের রঙের সঙ্গে একজন মানুষের পছন্দ-অপছন্দ, ব্যক্তিত্বের যোগ রয়েছে। আর সেটাই চিনতে সাহায্য করে একজন মানুষকে। যেমন,

লাল- এরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব।
কালো- শক্তি, ক্ষমতা ও আভিজাত্য বোঝায়।
কমলা- মজাদার লোক। উচ্চাকাঙ্খী।
সাদা- স্বচ্ছতাকে বোঝায়।
হলুদ- আশা, ইতিবাচক মনোভাব ও আনন্দকে বোঝায়। অবসাদকে এরা ধারেকাছে ঘেঁষতে দেন না।
বেগনী- সমৃদ্ধিকে বোঝায়।
সবুজ- টাকাপয়সার সঙ্গে যোগ রয়েছে।
নীল- বিশ্বাস ও নিরাপত্তা বোঝায়।

.