RBI Monetary Policy: আপনি কি ঋণ নিতে চলেছেন? বাড়ল রেপো রেট, বাড়বে খরচ

রিজার্ভ ব্যাংক ২২ মে, ২০২০ সালে শেষবার তার পলিসি রেপো রেট অথবা স্বল্পমেয়াদী ঋণের হার সংশোধন করে। একটি অফ-পলিসি সাইকেলে সুদের হার ৪ শতাংশ করা হয় চাহিদা বাড়ানোর জন্য।

Updated By: Jun 8, 2022, 12:52 PM IST
RBI Monetary Policy: আপনি কি ঋণ নিতে চলেছেন? বাড়ল রেপো রেট, বাড়বে খরচ

নিজস্ব প্রতিবেদন:  আরবিআই বুধবার বেঞ্চমার্ক ঋণের হার ৫০ বেসিস পয়েন্ট (বিপিএস) বাড়িয়ে ৪.৯০ শতাংশ করেছে। এর ফলে কর্পোরেট এবং ব্যক্তিগত ঋণের খরচ বাড়তে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত তিন মাস ধরে ৬ শতাংশের লক্ষ্যের উপরে রয়েছে মুদ্রাস্ফীতি।

গত মাসে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়ে রেপো রেট ৪০ বিপিএস বাড়িয়ে ৪.৪০ শতাংশে নিয়ে যায়। গত প্রায় দুই বছরে এটিই প্রথম পলিসি রেপো রেট বৃদ্ধি।

রেপো হল সেই হার যে হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয়। এটি একটি হাতিয়ার যা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহার করে। রিভার্স রেপো রেট হল সেই হার যে হারে আরবিআই ব্যাঙ্ক থেকে ঋণ নেয়। রেপো রেট বর্তমানে ৪.৯০ শতাংশে দাঁড়িয়েছে যেখানে রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ হয়েছে। রিভার্স রেপো রেট ২০২০ সালের মে মাস থেকে অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: Dhumavati Jayanti: জানেন কি ধূমাবতী জয়ন্তীতে দেবী ধূমাবতীর উপাসনায় কী ফললাভ হয় ভক্তের?

রিজার্ভ ব্যাংক ২২ মে, ২০২০ সালে শেষবার তার পলিসি রেপো রেট অথবা স্বল্পমেয়াদী ঋণের হার সংশোধন করে। একটি অফ-পলিসি সাইকেলে সুদের হার ৪ শতাংশ করা হয় চাহিদা বাড়ানোর জন্য।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের নীতি কমিটি সোমবার দ্বিমাসিক নীতি পর্যালোচনা শুরু করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.