সহজে মিষ্টি মোমো বা 'মোদক' বানানোর রেসিপি
গণেশ উত্সব শুরু হয়ে গিয়েছে। ৫ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উত্সব। গণেশ উত্সবে বাড়িতে বাড়িতে নানারকম মিষ্টি খাবারও তৈরি হচ্ছে। আপনিও নিশ্চয়ই এই উত্সবে সামিল হতে বাড়িতে নানারকম মিষ্টি তৈরি করতে শুরু করে দিয়েছেন? তাহলে এবার একটা নতুন রেসিপি শিখে নিন। আর বাড়িতে তৈরি করে ফেলুন।
ওয়েব ডেস্ক: গণেশ উত্সব শুরু হয়ে গিয়েছে। ৫ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উত্সব। গণেশ উত্সবে বাড়িতে বাড়িতে নানারকম মিষ্টি খাবারও তৈরি হচ্ছে। আপনিও নিশ্চয়ই এই উত্সবে সামিল হতে বাড়িতে নানারকম মিষ্টি তৈরি করতে শুরু করে দিয়েছেন? তাহলে এবার একটা নতুন রেসিপি শিখে নিন। আর বাড়িতে তৈরি করে ফেলুন।
মোদক বা মিষ্টি মোমো। নতুন ধরনের এই রেসিপিটা তৈরি করা খুবই সোজা। তাও যদি কঠিন বলে মনে হয়, তাহলে নিচের ভিডিওটি দেখে শিখে নিন কীভাবে তৈরি করবেন। আর গরম গরম চেখে দেখুন।