Stock Market: শেয়ার বাজারে বড় পতন, 13 লক্ষ কোটি লোকসান বিনিয়োগকারীদের

বুধবার BSE তালিকাভুক্ত কোম্পানিগুলি পাঁচ লক্ষ কোটি টাকা লোকসান করেছে

Updated By: May 12, 2022, 10:51 AM IST
Stock Market: শেয়ার বাজারে বড় পতন, 13 লক্ষ কোটি লোকসান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাজার থেকে ক্রমাগত খারাপ সংকেতের পরে এবার পতন ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খুলতেই দেখতে হল পতনের মুখ। বৃহস্পতিবার, ৩০ অঙ্কের সেনসেক্স ৮৬৭ পয়েন্ট কমে ৫৩,৩২০.৮৩-এ লেনদেন করছে।৫০ অঙ্কের নিফটি ২১০ পয়েন্ট পরে ১৫,৯৫৬.৪৫-এ খোলে। অনেক স্টক শুরুর ট্রেডিংয়ে ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে, দিনের ট্রেডিং সেশনে শুধুমাত্র পতনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্যাঙ্কিং সেক্টর কিছু সেশনে ভাল রিটার্ন দিয়েছে। এরফলে বিনিয়োগকারীদের বেশিরভাগ এই সেক্টরে বিনিয়োগের কথা ভাববেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতীয় টাকারও পতন হয়েছে। ২৩ পয়সা কমে তাঁর দাম হয়েছে ৭৭.৪৬।

এর আগে বুধবার সারাদিন বাজারে অস্থিরতার পরে সেনসেক্স ২৭৬.৪৬ পয়েন্ট নিছে নেমে ৫৪০৮৮.৩৯-এ বন্ধ হয়। নিফটি ৭২.৯৫ পয়েন্ট হারিয়ে ১৬১৬৭.১০-এ বন্ধ হয়। তবে ব্যাঙ্কিং সেক্টোরের শেয়ারে ভালো অবস্থা দেখা গেছে। বুধবারের ট্রেডিং সেশনে, এক সময় নিফটি ১৬,০০০-এর নিচে নেমে যাওয়ার অবস্থায় পৌঁছে যায়। কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের হাত ধরে হারানো জমি কিছুটা ফিরে পায় নিফটি।

আরও পড়ুন: Chandra Grahan: জানেন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে, কোন সময়ে, কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে?

মাত্র চার দিনে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ১৩ লক্ষ কোটি টাকা ডুবে গেছে। বুধবার BSE তালিকাভুক্ত কোম্পানিগুলি পাঁচ লক্ষ কোটি টাকা লোকসান করেছে। এছাড়াও মাত্র চারটি ট্রেডিং সেশনে এই সংস্থাগুলির মূলধন কমেছে ১৩,৩২,৮৯৮.৯৯ কোটি টাকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.