৫টি প্রশ্ন জেনে রাখুন, যা কেরিয়ার তৈরির চাবিকাঠি

Updated By: Mar 18, 2016, 12:50 PM IST
৫টি প্রশ্ন জেনে রাখুন, যা কেরিয়ার তৈরির চাবিকাঠি

আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি...
তোমায় সামনে পেয়েও
খুঁজে বেড়াই মনের চোরাগলি।।

চোরা গলি না সোজা পথ, কেরিয়ারে মন না মস্তিষ্কের কথা শুনবেন? কেরিয়ারে পা এগিয়ে দেওয়ার আগে জেনে রাখুন ৭ প্রশ্ন, যার উত্তর নিজের কাছে থালকেই আপনার সাফল্যের পথে আপনি সহজেই অগ্রসর হতে পারবেন।

এমন বিষয়, যেখানে আপনার প্যাশন সর্বাধিক?
বেছে নিন, সেই প্যাশনকেই। পেশায় প্যাশনই সাফল্যের চাবিকাঠি।

আপনার উন্মাদনা কোন বিষয়ে?
আপনাকে মানসিক ভাবে 'চাঙ্গা' রাখে এমন কাজ, যা অবশ্যই আপনাকে প্রচণ্ড ভাবে উন্মাদ করে সেই কাজে আপনি বেশি করে মনোনিবেশ করতে পারেবন।

আপনার শক্তি, ক্ষমতা সবথেকে কোন বিষয়ে রয়েছে?
আপনি কি ক্রিয়েটিভ মনে করেন নিজেকে? কেরিয়ার সচেতন? নিজের শক্তি আর ক্ষমতার ওপর আত্মবিশ্বাস রেখে কর্মজীবনে পা রাখুন। সাফল্য নিশ্চিত।

পার্টনারশিপ এবং ব্যবসা, আপনার ভূমিকা কী হবে?
আপনার প্রধান কাজ কী হবে, আপনার কাছ থেকে আপনার পার্টনার কী চাইছেন, তা জেনেই ব্যবসায় নামুন।

আপনার পরিবার, আপনার বন্ধুরা আপনার কোন দিকে সবথেকে বেশি প্রভাবিত?
আপনার বড় হয়ে ওঠা, আপনার পড়াশুনা, আড্ডা, আপনার সামাজিক হয়ে ওঠা, এক একটা ক্ষেত্রে আপনই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন। কিন্তু পরিবার এবং বন্ধু একই থাকে। তাই তাঁদের ভাবনা চিন্তায় নিজেকে চিনুন।

.