PUBG Addiction: কিছুতেই 'না' শুনতে পারে না, 'ইমপালসিভ কন্ট্রোল ডিসঅর্ডার'-এ ভুগছে আজকের প্রজন্ম!

উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow)। এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছে সবাই। কোনও কিছুতে 'না' হলেই তার মারাত্মক প্রতিক্রিয়া।

Updated By: Jun 8, 2022, 01:25 PM IST
PUBG Addiction: কিছুতেই 'না' শুনতে পারে না, 'ইমপালসিভ কন্ট্রোল ডিসঅর্ডার'-এ ভুগছে আজকের প্রজন্ম!

নিজস্ব প্রতিবেদন : পাবজি (PUBG) খেলতে বাধা। ঘুমন্ত মায়ের মাথায় গুলি (Firing) করে খুন (Murder) করল কিশোর। তারপর সেই মৃতদেহ দুদিন ধরে বাড়িতেই লুকিয়ে রাখে সে। এমনকি মৃতদেহ থেকে যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে, তাই ব্যবহার করতে থাকে এয়ার ফ্রেশনার। এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow)। এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছে সবাই। 

মনোবিদ সুবর্ণা সেন এই হাড়হিম করা ঘটনা প্রসঙ্গে বলেন, "বর্তমানে মানুষের মধ্যে ধৈর্যের বিষয়টি তলানিতে গিয়ে ঠেকেছে। কোথাও গিয়ে মানুষ সামান্যতম রিজেকশনও নিতে পারছে না। একটা কোনও 'না', কোনও কিছুতে 'না' হলেই তার মারাত্মক প্রতিক্রিয়া ঘটছে। কোনওকিছু যুক্তি দিয়ে বোঝা বা বিচার করার বোধটাই কাজ করছে না। কোথাও না শুনলেই বিরূপ প্রতিক্রিয়া। আমি যা যা চাইছি, তা করতে দিতে হবে। আমি যা যা বলছি, তা মেনে নিতে হবে। তা না হলেই আমি করব না। যা-ই বলা হবে, তাই তারা ডিফাই করবে নয়তো রিজেকশন অ্যাকসেপ্ট করতে পারবে না। ইমপালসিভ কন্ট্রোল ডিসঅর্ডার বলে এটাকে।"

জানা গিয়েছে, লখনৌয়ের অভিযুক্ত কিশোর সেনাকর্মীর ছেলে। বাবার সার্ভিস রিভলভার দিয়েই মাকে খুন করে সে। তারপর থেকে বাড়ির মধ্যেই মায়ের নিথর দেহ লুকিয়ে রেখেছিল ছেলে। এমনকি খুনের কথা যাতে বাইরে কাউকে না বলে, সেইজন্য ৯ বছরের বোনকেও শাসাতে থাকে ১৬ বছরের ওই কিশোর। দুর্গন্ধ আটকাতে ঘরে বার বার রুম ফ্রেশনার ব্যবহার করে। শেষে মঙ্গলবার ওই কিশোরের কুকর্মের পর্দাফাঁস হয়। পুলিস এসে ঘরের মধ্যে থেকে মায়ের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিসি জেরায় নিজের অপরাধের কথা কবুল করে অভিযুক্ত কিশোর।

আরও পড়ুন, Cancer Drug: ইতিহাসে প্রথমবার! ট্রায়ালে এক ওষুধেই ভ্যানিশ ক্যান্সার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.