বড় চোখের সাইড এফেক্ট!

পটলচেরা বড় বড় চোখে মুগ্ধ গোটা দুনিয়া। সৌন্দর্যের অন্যতম নিশান হিসেবে চিহ্নিত হয় বড় বড় টানা চোখ। কিন্তু জানেন কি শরীরের অনান্য প্রত্যঙ্গের 'আত্মত্যাগের' ফলেই তৈরি হয় বড় বড় চোখ। সদ্যজাতের বড় চোখ গঠন করার জন্য মোট এনার্জির ৫% থেকে ১৫% এনার্জি প্রয়োজন পরে। নয়া এক গবেষণায় উঠে এল এই তথ্য। 

Updated By: Sep 14, 2015, 03:36 PM IST
 বড় চোখের সাইড এফেক্ট!
Photo is for representation only

ওয়েব ডেস্ক: পটলচেরা বড় বড় চোখে মুগ্ধ গোটা দুনিয়া। সৌন্দর্যের অন্যতম নিশান হিসেবে চিহ্নিত হয় বড় বড় টানা চোখ। কিন্তু জানেন কি শরীরের অনান্য প্রত্যঙ্গের 'আত্মত্যাগের' ফলেই তৈরি হয় বড় বড় চোখ। সদ্যজাতের বড় চোখ গঠন করার জন্য মোট এনার্জির ৫% থেকে ১৫% এনার্জি প্রয়োজন পরে। নয়া এক গবেষণায় উঠে এল এই তথ্য। 

সুইডেনের লুন্ড বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা মেক্সিকান গুহা মাছের (কেভ ফিস)উপর পরীক্ষা করে দেখেছেন। এই মাছগুলি গভীর অন্ধকারে, এমন পরিবেশে থাকে যেখানে খাদ্যের জোগান স্বল্প। এদের চোখের কোনও প্রয়োজনই পরে না। একই প্রজাতির যে মাছগুলি (মর্ফ) সারফেসের কাছাকাছি থাকে তাদের সঙ্গে এদের পার্থক্য স্পষ্ট।  

বড় ও উন্নত চোখের প্রাণীদের এই চোখের জন্য টিকে থাকতে মূল্য চোকাতে হয়। প্রত্যেক প্রাণীরই পূর্ণগঠনের জন্য নির্দিষ্ট পরিমাণে শক্তি বরাদ্দ থাকে। ভিসুয়াল সিস্টেমে সেই এনার্জি বা শক্তির বিপুল বিনিয়োগ হয়ে যাওয়ার ফলে অন্য অঙ্গ গঠনে টান পড়ে শক্তির। ফলে অন্য অঙ্গপ্রত্যঙ্গ গঠনে অম্পূর্ণতা থাকতে পারে। 

.