দিল্লিতে শুরু গাছের পাতা ধোয়ার কাজ

দূষণে গাছের সবুজ পাতা কালো হয়ে গেছে। দূষণ জেরবার দিল্লিতে এবার শুরু হয়েছে গাছের পাতা ধোয়ার কাজ। সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকায় বড় বড় ক্রেনে চড়ে জল দিয়ে গাছেরা পাতা ধোয়াচ্ছে কর্মীরা। ধুলোবালি ওড়া এড়াতে ভেজানো হচ্ছে ফুটপাথও।

Updated By: Nov 7, 2016, 06:35 PM IST

ওয়েব ডেস্ক: দূষণে গাছের সবুজ পাতা কালো হয়ে গেছে। দূষণ জেরবার দিল্লিতে এবার শুরু হয়েছে গাছের পাতা ধোয়ার কাজ। সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকায় বড় বড় ক্রেনে চড়ে জল দিয়ে গাছেরা পাতা ধোয়াচ্ছে কর্মীরা। ধুলোবালি ওড়া এড়াতে ভেজানো হচ্ছে ফুটপাথও।

আরও পড়ুন- দিল্লির গণ্ডি ছাড়িয়ে ধোঁয়াশা ছড়াচ্ছে উত্তরপ্রদেশে, দূষণের গ্রাসে লখনউ, কানপুর

দিল্লিতে স্কুল ছুটি, হরিয়ানায় নয়। তাই ধোঁয়াশা থেকে বাঁচতে, পড়ুয়াদের ভরসা সেই মাস্ক। মুখে মাস্ক পড়েই সোমবার দুপুরে গুরগাঁওয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে দেখা গেল স্কুল পড়ুয়াদের। দিল্লিতে দূষণ মাত্রা ক্রমশ বাড়তে থাকায় এধরনের আগাম সতর্কতা নিয়েছে হরিয়ানার পড়ুয়া থেকে আম আদমি।

.