১৬ মার্চ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে এই সব ক্রেডিট ও ডেবিট কার্ড!
ATM কার্ড অর্থাৎ, ডেবিট এবং ক্রেডিট কার্ডের নিরাপত্তা বাড়ানোর দাবিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে আরবিআই...
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী জন-ধন যোজনার পর প্রায় সকলেই অ্যাকাউন্টে এটিএম, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের সুবিধা নিয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় এক ব্যাক্তির কাছে একাধিক এটিএম, ক্রেডিট অথবা ডেবিট কার্ড। কিন্তু দৈনিক ব্যাবহার হয় একটি বা দুটি। বাকিগুলো কার্যত অচল।
এবার এই অচল কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়ার নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের এই নিষ্ক্রিয়করণের নিয়মের প্রভাব গ্রাহকদের ওপর পড়তে পারে ১৬ মার্চ থেকে। যদিও এ বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কিছু জানানো হয়নি এ পর্যন্ত।
ATM কার্ড অর্থাৎ, ডেবিট এবং ক্রেডিট কার্ডের নিরাপত্তা বাড়ানোর দাবিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে আরবিআই। আরবিআই সুত্রে জানানো হয়েছে, বদল আসতে চলেছে বিদেশে টাকা লেনদেনের নিয়মেও। যাদের বিদেশে টাকা পাঠানো জরুরি তাদের আলাদা ভাবে আবেদন করতে হবে রিজার্ভ ব্যাঙ্কের কাছে।
আরও পড়ুন: Vodafone, Idea-র পর দাম বাড়ানোর প্রস্তাব দিল মুকেশ আম্বানীর সংস্থা
১৬ মার্চের পর কার্ড গ্রাহকরা পাবেন কার্ডকে ইচ্ছে মতো নিষ্ক্রিয় ও সক্রিয় করার সুবিধা। প্রয়োজন হবে না কার্ড ব্লক করার।
গত কয়েক বছরে হু হু করে বেড়েছে এটিএম, ক্রেডিট অথবা ডেবিট কার্ড সংক্রান্ত সাইবার ক্রাইম। ঘটেছে আর্থিক তছরূপের একাধিক ঘটনা। এবার সেই অপরাধ রুখতেই এই পদক্ষেপ, এমনটাই জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।