Linkedin -র মতো ফেসবুক নিয়ে আসছে 'বিজনেস-স্যোশাল ওয়েবসাইট'

ফেসবুক আনতে চলেছে লিঙ্কডইনের মতো বিজনেস প্রোফাইল বা ব্যক্তিগত প্রোফাইল ওয়েবসাইট। লিঙ্কডইনের মতো ফিচার থাকব ফেসবুকের নয়া ওয়েবসাইটে।

Updated By: Nov 17, 2014, 08:04 PM IST
Linkedin -র মতো ফেসবুক নিয়ে আসছে 'বিজনেস-স্যোশাল ওয়েবসাইট'
Picture: AP

ওয়েব ডেস্ক: ফেসবুক আনতে চলেছে লিঙ্কডইনের মতো বিজনেস প্রোফাইল বা ব্যক্তিগত প্রোফাইল ওয়েবসাইট। লিঙ্কডইনের মতো ফিচার থাকব ফেসবুকের নয়া ওয়েবসাইটে।

নীল-সাদা থিমে তৈরি ফেসবুকের নতুন ওয়েবসাইটে সহকর্মীর সঙ্গে কথপোকথন করতে পারবেন। গুগল ড্রাইভ ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকবে যাতে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য জমিয়ে রাখতে পারেন।

এই নতুন ওয়েবসাইটকে বলা হচ্ছে  "Facebook at Work"। ফেসবুকের মতোই দেখতে এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনার প্রফেশনাল তথ্য আপলোড করতে পারবেন। ফেসবুকের মতো অযথা ছবি ও ভিডিও শেয়ার করার মতো কোনও অপশন থাকবেনা।

ফেসবুক কর্তা জুকারবার্গ জানিয়েছেন, "লন্ডন অফিসে নতুন ওয়েবসাইট নিয়ে কাজ চলছে। আশা করছি আমরা খুব শীঘ্রই চালু করতে পারব।" 

.