নতুন বছরে পর্যটকদের ডেস্টিনেশন মঞ্জু উপহার দিচ্ছে দার্জিলিং
নতুন বছরে উত্তরবঙ্গ উপহার পেতে চলেছে এক নতুন পর্যটন কেন্দ্র। মিরিক লাগোয়া মঞ্জুতে তৈরি হচ্ছে অত্যাধুনিক পার্ক। ফার, পাইনের ছায়ায় ঘেরা এই শান্ত পাহাড়ি গ্রামটি অচিরেই হয়ে উঠতে চলেছে দার্জিলিং ভ্রমণার্থীদের নেক্সট ডেসটিনেশন।
দেশি বিদেশি পর্যটকের ভিড় বছরভরই চোখে পড়ে দার্জিলিংয়ে। তবে ঘিঞ্জি শহরের বাইরে প্রকৃতির মাঝে কয়েকটা দিন ছুটি কাটাতে পছন্দ করেন অনেকে। তাই দার্জিলিংয়ের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পর্যটক টানতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে জিটিএ। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ ও চা পর্যটন গড়ে তুলতে। মিরিকের কাছে মঞ্জুতে আঠারো কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে অত্যাধুনিক পার্ক।
মঞ্জুতে পার্ক তৈরি নিয়ে উত্সাহিত এলাকাবাসীও। তাঁরা জানালেন, পার্ক তৈরি হয়ে গেলে এলাকার মানুষের আয় বাড়বে। মঞ্জু কি পারবে মিরিক, ছোটা মঙ্গোয়া, বরা মঙ্গোয়ার মত পর্যটকদের মন জয় করতে? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।