আজকের শৈশব বড়ই জটিল, তাই এবার হাতের মুঠোয় ভাল-বাসায় শৈশব
বাচ্চা খুব জেদি? তার মন অনেক চেষ্টা করেও, কিছুতেই বুঝতে পারছেন না? রোজই হচ্ছে ঝামেলা আর অশান্তি? সত্যিই, আজকের শৈশব বড়ই জটিল। বাবা-মায়েদের সবসময়ের চিন্তা, বাচ্চা ঠিকমতো মানুষ হচ্ছে তো? এই দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখাতেই এবার হাতের মুঠোয়, ভাল-বাসায় শৈশব। এই বইয়ে মিলবে সঠিক পেরেন্টিংয়ের মন্ত্র। বাবা-মায়েদের জন্য হাতেগরম গাইডলাইন।
ওয়েব ডেস্ক: বাচ্চা খুব জেদি? তার মন অনেক চেষ্টা করেও, কিছুতেই বুঝতে পারছেন না? রোজই হচ্ছে ঝামেলা আর অশান্তি? সত্যিই, আজকের শৈশব বড়ই জটিল। বাবা-মায়েদের সবসময়ের চিন্তা, বাচ্চা ঠিকমতো মানুষ হচ্ছে তো? এই দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখাতেই এবার হাতের মুঠোয়, ভাল-বাসায় শৈশব। এই বইয়ে মিলবে সঠিক পেরেন্টিংয়ের মন্ত্র। বাবা-মায়েদের জন্য হাতেগরম গাইডলাইন।
আরও পড়ুন তিন বছর বয়সের লিজা রে-কে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে
দাবি বইটির লেখিকা পায়েল ঘোষের। এই বই প্রকাশ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। হাজির ছিলেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি, ডক্টর জি ভি সুব্রমনিয়ম সহ বিশিষ্ট আরও অনেকেই।
আরও পড়ুন চটজলদি শিখে নিন ‘কাবাব’ তৈরির রেসিপিটা