৯৮ বছরেরও তামিলনাড়ুর ফিটনেস আইকন নানাম্মল আম্মা

স্বাস্থ্য-সচেতনতায় তাঁর জুড়ি মেলা ভার, বয়স ৯৮ এর নানাম্মল আম্মা তামিলনাড়ুর আল্টিমেট ফিটনেস আইকন। নিজের যখন ৫ বছর  বয়স তখন থেকেই যোগার  প্রতি ভালবাসা বুঝতে পারেন আম্মা। গরিব কৃষি-পরিবারে জন্ম হলেও বাবা-মা সবসময় তাঁকে উত্সাহ দেন যোগা  শিখতে। আর তখন থেকে নিজে নিজেই রেগুলার প্র্যাকটিস করতেন তিনি। দীর্ঘ ৯৩ বছর ধরে যোগব্যায়ামের সঙ্গে যুক্ত  নানাম্মল আম্মা শেখান, খুব কম করে ১০০ জন ছাত্র-ছাত্রীকে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে ক্লাস শুরু হয় তাঁর, শিখতে আসেন দূর-দূরান্ত থেকে লোকজন। ৮ থেকে ৮০ সমস্ত বয়সসীমা নির্বিশেষে মানুষজন নিয়মিত আসেন আম্মার কাছে যোগব্যায়ামের ট্রেনিং নিতে। বলা বাহুল্য যে আম্মার শারীরিক ও মানসিক বল সত্যিই প্রশংসনীয়। (আরও পড়ুন- বিয়ের কার্ডে শৌচালয় তৈরির বার্তা)

Updated By: Apr 28, 2017, 11:20 PM IST
৯৮ বছরেরও তামিলনাড়ুর ফিটনেস আইকন নানাম্মল আম্মা

ওয়েব ডেস্ক: স্বাস্থ্য-সচেতনতায় তাঁর জুড়ি মেলা ভার, বয়স ৯৮ এর নানাম্মল আম্মা তামিলনাড়ুর আল্টিমেট ফিটনেস আইকন। নিজের যখন ৫ বছর  বয়স তখন থেকেই যোগার  প্রতি ভালবাসা বুঝতে পারেন আম্মা। গরিব কৃষি-পরিবারে জন্ম হলেও বাবা-মা সবসময় তাঁকে উত্সাহ দেন যোগা  শিখতে। আর তখন থেকে নিজে নিজেই রেগুলার প্র্যাকটিস করতেন তিনি। দীর্ঘ ৯৩ বছর ধরে যোগব্যায়ামের সঙ্গে যুক্ত  নানাম্মল আম্মা শেখান, খুব কম করে ১০০ জন ছাত্র-ছাত্রীকে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে ক্লাস শুরু হয় তাঁর, শিখতে আসেন দূর-দূরান্ত থেকে লোকজন। ৮ থেকে ৮০ সমস্ত বয়সসীমা নির্বিশেষে মানুষজন নিয়মিত আসেন আম্মার কাছে যোগব্যায়ামের ট্রেনিং নিতে। বলা বাহুল্য যে আম্মার শারীরিক ও মানসিক বল সত্যিই প্রশংসনীয়। (আরও পড়ুন- বিয়ের কার্ডে শৌচালয় তৈরির বার্তা)

.