Panchak August 2023: শুরু হয়ে গেল পঞ্চক! জেনে নিন এ সময়ে কী করবেন, কী করবেন না...

Panchak August 2023: এসময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়। কেননা শুভ কাজ করলেও এর জেরে এঁদের জীবনে সাফল্য আসে না। পঞ্চকের সময় রোগের প্রকোপ হয়। টাকা নষ্ট হয়। এ সময়ে জিনিস চুরি হওয়ার আশঙ্কা থাকে। বাইরে কোথাও গেলে সতর্ক থাকতে হয়।

Updated By: Aug 2, 2023, 08:28 PM IST
Panchak August 2023: শুরু হয়ে গেল পঞ্চক! জেনে নিন এ সময়ে কী করবেন, কী করবেন না...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যেক মাসেই এমন কিছু দিন থাকে যেগুলি শুভ, কিছু দিন থাকে যেগুলি অশুভ। গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণেই এমন ঘটে। আজ, ২ অগস্ট থেকে শুরু হয়ে গেল তেমনই এক বিশেষ যোগ-- পঞ্চক। চলবে আগামী ৬ অগস্ট পর্যন্ত।  বলা হয়ে থাকে, এসময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়। কেননা শুভ কাজ করলেও এর জেরে এঁদের জীবনে সাফল্য আসে না।

আরও পড়ুন: Brahma Yoga: ব্রহ্মযোগে ভাগ্যের বিপুল উন্নতি এই রাশির জাতকদের, অর্থনৈতিক সমৃদ্ধিতে উজ্জ্বল...

কী হয় পঞ্চকে?

পঞ্চকের সময়ে চাঁদ কুম্ভ থেকে মীনে প্রবেশ করে। পাঁচটি নক্ষত্র মিলে তৈরি হয়েছে এই পঞ্চক। আসলে পাঁচটি নক্ষত্র মিলে তৈরি হয় বলেই তো পঞ্চক। 

কোন পাঁচটি নক্ষত্র মিলে তৈরি হয়েছে এই পঞ্চক?

ধনিষ্ঠ, পূর্বভাদ্রপদ নক্ষত্র, শতভিষা নক্ষত্র, উত্তরভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র মিলে তৈরি হয়েছে এই পঞ্চক। 

কবে থেকে শুরু হবে পঞ্চক?

২ অগস্ট রাত ১১ টা ২৬ মিনিট থেকে পঞ্চক শুরু হবে, যা চলবে ৬ অগস্ট দুপুর ১টা ৪৩ মিনিট পর্যন্ত।

পঞ্চকের সময় রোগের প্রকোপ হয়। টাকা নষ্ট হয়। এ সময়ে জিনিস চুরি হওয়ার আশঙ্কা থাকে। বাইরে কোথাও গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ১০০ বছর পরে চার রাজযোগ একসঙ্গে! সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন কোন কোন রাশির জাতক?

কোন কোন কাজ এ সময়ে করা চলে না?

এসময়ে গৃহনির্মাণে জড়াবেন না, ছাদ ঢালাই বা এজাতীয় কাজ থেকে বিরত থাকাই ভালো। এ সময়ে শয্যাদ্রব্য কেনা থেকেও বিরত থাকা দরকার। এ সময়ে ঘুরতে না যাওয়াই ভালো, এতে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.