Sensex | Nifty: সেনসেক্স-নিফটিতে বড় পতন, বাজার থেকে একদিনে উধাও ৩.৫ লক্ষ কোটি

Stock Market Closing Update: আজকের বাজার পতনের পর, বিনিয়োগকারীরা প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা হারিয়েছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ৩.৫৬ লক্ষ কোটি টাকা কমে ৩০৩.২৪ লক্ষ কোটি টাকা হয়েছে।

Updated By: Aug 2, 2023, 05:28 PM IST
Sensex | Nifty: সেনসেক্স-নিফটিতে বড় পতন, বাজার থেকে একদিনে উধাও ৩.৫ লক্ষ কোটি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেয়ারবাজারে আজ বড় পতন লক্ষ্য করা গিয়েছে। বুধবারের ট্রেডিংয়ের পরে, সেনসেক্স এবং নিফটি (সেনসেক্স-নিফটি) উভয় সূচকই পতনের মাধ্যমে বন্ধ হয়েছে। বুধবার, সেনসেক্স ৬৭৬.৫৩ পয়েন্ট অর্থাৎ ১.০২ শতাংশের পতন দেখছে। আজ সেনসেক্স ৬৫,৭৮২.৭৮ পয়েন্টে বন্ধ হয়েছে। এটি ছাড়াও, নিফটি সূচক ২০৭.০০ পয়েন্ট অর্থাৎ ১.০৫ শতাংশের পতনের সঙ্গে ১৯,৫২৬.৫৫ স্তরে বন্ধ হয়েছে।

বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে সাড়ে তিন লাখ কোটি টাকা

আজকের বাজার পতনের পর, বিনিয়োগকারীরা প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা হারিয়েছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ৩.৫৬ লক্ষ কোটি টাকা কমে ৩০৩.২৪ লক্ষ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: অগ্নিগর্ভ হরিয়ানায় অসীম সাহসে বাঁচিয়েছেন বন্দিদের, সামলেছেন অশান্তি! কে এই IPS?

৫টি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে

আজ সেনসেক্সের শীর্ষ-৩০ শেয়ারের তালিকায়, মাত্র চারটি কোম্পানির শেয়ার গতি পেয়েছে। এ ছাড়া ২৬টি কোম্পানির শেয়ার পতনে বন্ধ হয়েছে। আজ, নেসলে ইন্ডিয়া, এইচইউএল, এশিয়ান পেইন্টস এবং টেক মাহিন্দ্রার শেয়ার বৃদ্ধির মাধ্যমে বন্ধ হয়েছে। আজ, নেসলের স্টক ১.১৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে শীর্ষে রয়েছে।

আরও পড়ুন: Income Tax: মিস করেছেন ডেডলাইন? চিন্তা নেই, গ্যাঁটের কড়ি খরচ করলেই জমা হবে আয়কর

টাটার শেয়ারের বড় পতন

এ ছাড়া আজ পতনশীল স্টকের তালিকায় টাটার শেয়ার সর্বাধিক বিক্রি হয়েছে। টাটা স্টিলের স্টক ৩.৪৫ শতাংশ পতনের সঙ্গে শীর্ষ লোকসান হয়েছে। এছাড়াও টাটা মোটরস, বাজাজ ফিনসার্ভ, এনটিপিসি, জেএসডব্লিউ স্টিল, এসবিআই, ভারতী এয়ারটেল, এলটি, অ্যাক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক, আইটিসি সহ অনেক কোম্পানির শেয়ারে পতন হয়েছে।

কোন কোন খাতে বিক্রি ছিল?

আজ পতনের সঙ্গে সব সেক্টর বন্ধ হয়েছে। নিফটি ব্যাংক, নিফটি অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, মিডিয়া, মেটাল, আইটি, ফার্মা, প্রাইভেট ব্যাংক, রিয়েলটি, হেলথ কেয়ার, কনজিউমার ডিউরেবল, তেল ও গ্যাস সহ সমস্ত সেক্টরে বিক্রি হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.