কলকাতার জন্য লোক নিচ্ছে ডাকবিভাগ; অষ্টম শ্রেণি পাশ হলেই সরকারি চাকরির সুযোগ!

আসুন জেনে নেওয়া যাক কোন বিভাগে কতগুলি শূন্যপদ রয়েছে আর আবেদনের ঠিকানা ও শেষ তারিখ...

Edited By: সুদীপ দে | Updated By: Oct 9, 2020, 02:21 PM IST
কলকাতার জন্য লোক নিচ্ছে ডাকবিভাগ; অষ্টম শ্রেণি পাশ হলেই সরকারি চাকরির সুযোগ!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: কলকাতার জন্য শূন্যপদে লোক নিচ্ছে ভারতীয় ডাকবিভাগ (India Post)। শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। অষ্টম শ্রেণি পাশ হলেই এই কাজের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

মোট শূন্যপদ ১৯টি। আসুন জেনে নেওয়া যাক কোন বিভাগে কতগুলি শূন্যপদ রয়েছে।

বিভাগ ও শূন্যপদ:

১) মোটর ভেহিক্যাল মেকানিক: ৮টি।

২) মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান: ৪টি।

৩) ব্ল্যাকস্মিথ: ২টি।

৪) টায়ারম্যান: ২টি।

৫) পেন্টার: ১টি।

৬) আপহোল্ডার: ১টি।

৭) কার্পেন্টার অ্যান্ড জয়েনার: ১টি।

আবেদনকারীর যোগ্যতা:

ইচ্ছুক প্রার্থীরা যে পদের জন্য আবেদন করবেন, সে ক্ষেত্রে তাঁর প্রশিক্ষণ থাকা জরুরি বা ওই কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোটর ভেহিক্যাল মেকানিক পদে আবেদনের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়সসীমা:

১ জুলাই, ২০১৮ তারিখ পর্যন্ত যাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, তাঁরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। বয়সের ক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

বেতন:

এই শূন্যপদে নিযুক্ত কর্মীদের বেতন ৫ হাজার ২০০ থেকে ২০ হাজার ২০০ টাকা পর্যন্ত।

আবেদনের পদ্ধতি:

একটি সাদা কাগজে আবেদনকারীকে নিজের নাম, বয়স, ঠিকানা শিক্ষাগত যোগ্যতা (বায়োডেটা) লিখতে হবে। তার সঙ্গে অভিজ্ঞতার প্রমাণপত্র-সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: দ্য সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিসেস, ১৩৯, বেলেঘাটা রোড, কলকাতা-৭০০০১৫।

ইচ্ছুক প্রার্থীকে আগামী ২ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। ২ নভেম্বরের মধ্যে আবেদনপত্র স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

.